১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

মহেশখালীতে জামায়াত নেতাকে গুলি করে হত্যার চেষ্টা

মহেশখালীতে জামায়াত নেতাকে গুলি করে হত্যার চেষ্টা -

কক্সবাজারের মহেশখালীতে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত জামায়াত নেতা শামসুদ্দিনের অবস্থার অবনতি হওয়ায় গতকাল সোমবার সন্ধ্যায় তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
গত শনিবার রাতে তাকে হত্যার চেষ্টা চালায় সন্ত্রাসীরা। মহেশখালী থানায় মামলা দায়েরের পর প্রধান আসামি মনজুর আলম প্রকাশ ঠুইট্যাকে গ্রেফতার করেছে পুলিশ। সে স্থানীয় আওয়ামী লীগ নেতা।
মামলার বিবরণে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে মনজুর আলম প্রকাশ ঠুইট্যা, ছাত্রলীগের সাবেক নেতা এবং বর্তমানে বিমান বাহিনীতে কর্মরত নাজমুল হাসান রিপনের নেতৃত্বে একদল সন্ত্রাসী অস্ত্রসস্ত্র সজ্জিত হয়ে গত শনিবার রাত ৯টার দিকে জামায়াত নেতা শামসুদ্দিনের ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে শামসুদ্দিনকে গুলি করে হত্যার চেষ্টা চালায়। এ সময় শামসুদ্দিন মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা মহিলাদের শ্লীলতাহানি করে এবং নগদ টাকা, স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

এদিকে সোমবার সন্ধ্যায় হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে জামায়াতে ইসলামী ও নাগরিক কমিটির যৌথ উদ্যোগে পানিরছড়া বাজারে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করা হয়। এতে বক্তব্য দেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জাকের হোসাইন, উপজেলা আমির মাস্টার শামীম ইকবাল, উপজেলা নায়েবে আমির মাস্টার আজিজুল হক, উপজেলা সেক্রেটারি আব্দুর রহিম, সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন প্রমুখ।
অপরদিকে এ ঘটনায় আহত শামসুদ্দিনের ভাই লোকমান হকিম বাদি হয়ে নাজমুল হাসান রিপনকে প্রধান আসামি করে ১৩ জনের বিরুদ্ধে মহেশখালী থানায় মামলা দায়ের করেছে।
মহেশখালী থানার ওসি কায়সার হামিদ জানান, অপরাধী যেই হোক কাউকে ছাড় দেয়া হবে না। একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

 


আরো সংবাদ



premium cement