১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

শেষ হলো নৃ-গোষ্ঠীর ‘হারমোনি ফেস্টিভ্যাল’

-

ক্ষুদ্র নৃ-জাতি গোষ্ঠীর ‘হারমোনি ফেস্টিভ্যাল’ ২০২৫ আগামী বছর আবারো শ্রীমঙ্গলে করার ঘোষণা দেয়ার মধ্য দিয়ে ভাঙলো বিশাল মিলনমেলা। পর্যটন শিল্পকে বিকশিত করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগ ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহযোগিতায় দেশের অন্যতম পর্যটন এলাকা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আয়োজন করা হয় তিন দিনব্যাপী এ মিলনমেলার।
শ্রীমঙ্গলের কাকিয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ মিলনমেলা গত রোববার রাতে শেষ হয়। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সমাপনী বক্তব্যের পর বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক সালেহা বিনতে সিরাজ বলেন, ‘২০২৬ সালের জানুয়ারির শেষ সপ্তাহে আরো বড় পরিসরে আয়োজন করা হবে এ উৎসব।’
গত শুক্রবার ফেস্টিভ্যালের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া।

 


আরো সংবাদ



premium cement