চন্দ্রঘোনায় শীতবস্ত্র বিতরণ
- রাঙ্গামাটি প্রতিনিধি
- ১৪ জানুয়ারি ২০২৫, ০১:৩০
রাঙ্গামাটির কাপ্তাই চন্দ্রঘোনা থানা জামায়াতের উদ্যোগে দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত রোববার রাতে চন্দ্রঘোনা শীতবস্ত্র বিতরণ করেন রাঙ্গামাটি জেলা জামায়াতের আমির অধ্যাপক আবদুল আলীম। এ সময় জেলা সেক্রেটারি মো: মনছুরুল হক, থানা জামায়াতের আমির আহনাফ বাশীরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণকালে জেলা জামায়াতের আমির অধ্যাপক আবদুল আলীম বলেন, প্রতিষ্ঠালগ্ম থেকেই জামায়াত মানবতার সেবা করে যাচ্ছে। সুখে দুখে মানুষের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে জামায়াত। বিগত ফ্যাসিস্ট সরকার জামায়াতকে প্রকাশ্যে মানুষের সেবা করতে বাধা দিত। যখনই কোনো সেবা নিয়ে জামায়াত নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়ানোর জন্য যেত তখনই ফ্যাসিস্ট আওয়ামী সরকার হামলা ও মামলা করত। এর পরেও জামায়াত সব বাধা-বিপত্তিকে উপেক্ষা করে মানবতার সেবা করে গিয়েছিল। আগামী দিনে জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশ থেকে দারিদ্র্য নির্মূল করে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা