ঈশ্বরদীতে পশ্চিম অঞ্চল রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির হুমকি
- ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
- ১৪ জানুয়ারি ২০২৫, ০১:২৭
পাবনার ঈশ্বরদীতে পশ্চিম অঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের মাইলেজ যোগ করে পেনশন ও আনুতোষিক প্রদানের দাবিতে ব্যবস্থাপকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ ও সমাবেশ করেছে রানিং স্টাফ কর্মচারীরা। গতকাল সোমবার বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) চত্বরে সমাবেশ শেষে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা গৌতম কুমার কুণ্ডু বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী এম এম রাজিববিল্লাহর কাছে স্মারকলিপি পেশ করেন। তার আগে পাকশী বিভাগীয় রেলওয়ের আমতলা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পশ্চিম অঞ্চল রেলওয়ের (পাকশীতে অবস্থিত) ডিআরএম চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ করে।
আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়ে আলটিমেটাম দিয়েছেন বিক্ষুব্ধ রেলওয়ের ট্রেনচালক, গার্ড, ও টিটিইরা। দাবি মেনে না নেয়া হলে- আগামী ২৮ জানুয়ারি সকাল থেকে কর্মবিরতি শুরু করার ঘোষণা দেন।
সমাবেশে রানিং স্টাফ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও ঈশ্বরদী শাখার দফতর সম্পাদক শাহিদ হোসেনের পরিচালনায় বক্তব্য দেন গার্ডস কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সম্পাদক আফজাল হোসেন, ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সানোয়ার হোসেন, পাকশী বিভাগের আহ্বায়ক রবিউল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, শ্রমিক-কর্মচারী দল ঈশ্বরদী শাখার সভাপতি মাসুদ রানা নয়ন, রাজশাহীর সভাপতি আসাদুজ্জামান প্রমুখ।
পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) গৌতম কুমার কুণ্ডু জানান, রানিং স্টাফ কর্মচারীরা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন। আমরা মন্ত্রণালয়ে পাঠাবো। আশা করি রেলপথ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা একটা সমাধানের পথ বের করার চেষ্টা করবেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা