১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

বলাৎকারের ঘটনায় বিএনপি নেতাকে শোকজ

-

এক কিশোরকে বলাৎকারের অভিযোগে চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফকির মো: জুয়েল রানাকে শোকজ করা হয়েছে। গত রোববার রাতে উপজেলা বিএনপির দফতর সম্পাদক রেজাউল করিমের স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়।
ওই পত্রে বলা হয়েছে, আপনার বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ উঠেছে। যা রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হয়েছে। এতে দলের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণœ হয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে এ বিষয়ে কারণ দর্শাতে ব্যর্থ হলে আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
জানা গেছে, পূর্ব পরিচয়ের সূত্র ধরে গত শনিবার রাতে চৌহালী উপজেলার চর সলিমাবাদ বাজার এলাকায় ডেকে নিয়ে জুয়েল রানা ওই কিশোরকে জোরপূর্বক বলাৎকার করেন। রাতে ওই কিশোর বাড়িতে ফিরে ঘটনাটি স্বজনদের জানায়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে চৌহালী উপজেলা বিএনপি সভাপতি জাহিদ মোল্লা বলেন, বিষয়টি জানার পরই অভিযুক্ত ফকির মো: জুয়েল রানাকে শোকজ করা হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্তে দলের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অভিযুক্ত সাংগঠনিক সম্পাদক ফকির জুয়েল রানা জানান, আমাকে ফাঁসানোর জন্য আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করে অভিযোগ করা হয়েছে। ওই শিশুর শারীরিক পরীক্ষা করলেই তার প্রমাণ পাওয়া যাবে।

 


আরো সংবাদ



premium cement