ছাগলনাইয়ায় শহীদ মোশাররফ স্মৃতি পাঠাগার উদ্বোধন
- ছাগলনাইয়া-পরশুরাম (ফেনী) সংবাদদাতা
- ১৩ জানুয়ারি ২০২৫, ০০:০০
ফেনীর ছাগলনাইয়ায় চট্টগ্রাম সরকারি কলেজের গণিত বিভাগের মেধাবী ছাত্র ও ইসলামী ছাত্রশিবিরের ৫২তম শহীদ মোশাররফ হোসেন স্মৃতি পাঠাগার উদ্বোধন করা হয়েছে। আবেগঘন স্মৃতিচারণের মধ্য দিয়ে গতকাল রোববার বিকেলে উপজেলার শুভপুর নতুন বাজারে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বৃহত্তর চট্টগ্রাম বিভাগের জামায়াত ও ছাত্রশিবিরের সাবেক-বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । কেন্দ্রীয় মসজিসে শূরার সদস্য ও ফেনী জেলা জামায়াতের সদস্য সাবেক আমির একেএম সামছুদ্দিনের সভাপতিত্বে আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সভাপতি তানজির হোসাইন জুয়েল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাত্রশিবিরের চট্টগ্রাম বিশ^বিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও ঢাকা মহানগর জামায়াতের সদস্য দিদারুল আলম মজুমদার, ফেনী জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মুজিবুর রহমান, ছাত্রশিবিরের ফেনী জেলা সভাপতি আবু হানিফ হেলাল, সাবেক ফেনী জেলা শাখার সভাপতি মো: ইলিয়াছ, মিজানুর রহমান, ইমাম হোসেন, সাবেক ছাত্রশিবির নেতা হারুন অর রশিদ খোকন, আলা উদ্দিনসহ ফেনী ও চট্টগ্রাম জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ফেনী জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহেদ হোসেনকে সভাপতি ও শহীদ মোশাররফ হোসেনের ছোট ভাই দেলোয়ার হোসেনকে সেক্রেটারি করে পাঠাগারের কমিটি গঠন করা হয় ।
প্রসঙ্গত, ১৯৯৩ সালের ১২ জানুয়ারি ছাত্রশিবির নেতা জিয়াউর রহমানকে অপহরণের প্রতিবাদে চট্টগ্রাম শহরে ছাত্রশিবিরের মিছিলে ছাত্রলীগের সন্ত্রাসীরা ব্রাশ ফায়ার করলে ঘটনাস্থলে প্রাণ হারান মোশাররফ হোসেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা