১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

জামায়াত ক্ষমতায় গেলে রাজা না হয়ে জনগণের সেবক হবে : রফিকুল ইসলাম খান

-

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে রাজা না হয়ে জনগণের সেবক হবে। বিএনপি ও জামায়াতের মধ্যে কোনো ধরনের দূরত্ব নেই, বরং সুসম্পর্ক রয়েছে।
গতকাল রোববার সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজ মাঠে জামায়াত আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নওগাঁ ইউনিয়ন জামায়াতের সভাপতি ফজলুর রহমান মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ শাহিনুল আলম, নায়েবে আমির আব্দুস সালাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. আব্দুস সামাদ, রায়গঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান এ বি এম আব্দুস সাত্তার, তাড়াশ জামায়াতের আমির খ ম সাকলাইন, সেক্রেটারি মাওলানা শাহাজাহান আলী প্রমুখ।


আরো সংবাদ



premium cement