০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`

ছাত্রদল নেতাকে গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ

-

নরসিংদীতে ভাটপাড়া এনসি গুপ্ত হাই স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক ময়নাল হোসেনকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। গতকাল রোববার সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়া এলাকায় পাঁচদোনা টঙ্গী আঞ্চলিক সড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নেয়।
শিক্ষার্থীরা জানায়, ভাটপাড়া এনসি গুপ্ত হাই স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক ময়নাল হোসেন বাড়ি নির্মাণ করছেন। এই বাড়ি নির্মাণ কাজে পাঁচদোনা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্নসাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি প্রার্থী জুয়েল ঘোষের দাবিকৃত চাঁদা না দেয়া হলে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার সকালে ছেলেকে নিয়ে মাদরাসায় যাওয়ার পথে জুয়েলের নেতৃত্বে সোহাগ, ফরিদ মিয়া ও রিপনসহ অজ্ঞাতনামা আরো কয়েকজন শিক্ষক ময়নাল হোসেন ও তার ছেলেকে মারধর করে। পরে বিষয়টি বিদ্যালয়ে জানালে শিক্ষকরা স্থানীয় ভাবে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ময়নাল হোসেন অভিযুক্তদের বিরুদ্ধে মাধবদী থানার লিখিত অভিযোগ দায়ের করেন।


আরো সংবাদ



premium cement