নীলফামারীতে সোনালী ব্যাংকে অগ্নিকাণ্ড
- নীলফামারী প্রতিনিধি
- ১৩ জানুয়ারি ২০২৫, ০০:০০
নীলফামারীতে সোনালী ব্যাংক পিএলসির কাজীরহাট উপ-শাখায় গত শনিবার মধ্যরাতে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে ব্যাংকের নৈশপ্রহরী মাসুদ রানাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। লালমনিরহাট সদরের রহিম উদ্দিনের ছেলে তিনি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উত্তরা ইপিজেড স্টেশনের সিনিয়র অফিসার খুরশিদ আলম জানান, রাত আড়াইটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে আমরা উপস্থিত হই। আমরা যাওয়ার আগেই ব্যাংকের নৈশপ্রহরীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অগ্নিকাণ্ডে আসবাবপত্র পুড়ে গেছে। তবে ব্যাংকের ভোল্টে আগুন লাগেনি। ওই ব্যাংক উপ-শাখার ব্যবস্থাপক আব্দুল মোনায়েম জানান, রাতেই মোবাইল ফোনে খবর পেয়ে আমি ৯৯৯ এ খবর দিই। ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভেতরে দুটি কক্ষে আগুন লেগেছিল। রাস্তায় পড়েছিল নৈশপ্রহরী মাসুদ। সেখান থেকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
নৈশপ্রহরী মাসুদ জানান, কয়েকজন লোক তাকে বেঁধে মারধর করে। তারা কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে ব্যাংকে এসেছিল। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে।
নীলফামারী থানার ওসি মাহফুজুর রহমান সাঈদ জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা যায়নি। ফায়ার সার্ভিস সেটি নিরূপণ করার চেষ্টা করছে। এটি চুরি কিংবা ডাকাতি কিনা সেটি নিশ্চিত হওয়ার জন্য তদন্ত চলছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা