১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬
`

বিবি’র ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরীকে সংবর্ধনা

-

কুমিল্লার ‘চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি’র অন্যতম প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী বাংলাদেশ ব্যাংকের (বিবি) ডেপুটি গভর্নর পদে পদোন্নতি পাওয়ায় সংগঠনটির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউশনে গতকাল অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বিবি’র সাবেক নির্বাহী পরিচালক মইনুদ্দিন আহমেদ।
সাধারণ সম্পাদক এনসিসি ব্যাংকের ইভিপি আব্দুল্লাহ আল কাফি মজুমদার ও সমন্বয়ক পূবালী ব্যাংকের কর্মকর্তা এস এম হাবিব মহসিন সুধনের তত্ত্বাবধানে এতে বক্তব্য রাখেন- সংবর্ধিত বিবির ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরী, সাউথ বাংলা এগ্রিকালচার কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান, সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুর উদ্দিন এম সাদেক হোসাইন, ডাচ বাংলা ব্যাংকের উপ-ব্যস্থাপনা পরিচালক ও সিএফও মো: শহীদুল্লাহ এফসিএ, জনতা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম মজুমদার, অগ্রণী দুয়ার এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: কামরুজ্জামান, ইসলামী ব্যাংকের ইভিপি এ কে এম শহিদুল হক খন্দকার, ওয়ান ব্যাংকের এসইভিপি মোহাম্মদ নজরুল ইসলাম, শাহজালাল ইসলামী ব্যাংকের এসইভিপি আশফাকুল হক মিঠু এফসিএ, মিচুয়াল ট্রাস্ট ব্যাংকের ভিপি কাজী ছায়েদ মাহমুদ তারেক, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জয়নাল আবেদিন খান, অগ্রণী ব্যাংকে সহকারী মহা-ব্যবস্থাপক আগা আজিজুল ইসলাম চৌধুরী, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ভিপি মো: শাহজাহান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সিটিজেন্স ব্যাংকের অ্যাসিসট্যান্ট অফিসার মো: ইউসুফ ও এবি ব্যাংকের অফিসার জান্নাতুল কাউনাইন।


আরো সংবাদ



premium cement