১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

তাড়াশে স্কুলে ঢুকে শিক্ষিকার ওপর হামলা

-

সিরাজগঞ্জের তাড়াশের নলুয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকা জান্নাতুল ফেরদৌসকে পেটালেন সহকর্মীর স্বামী বখাটে মোশারফ হোসেন এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন শিক্ষকা জান্নাতুল ফেরদৌস।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নলুয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকা জান্নাতুল ফেরদৌস ও আসমা খাতুন সহকারী শিক্ষকা হিসেবে কর্মরত। তারা দুইজনই স্থির করেন চলতি বছর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক শ্রেণীতে ভর্তি হবেন। যার আবেদন জেলা শিক্ষা অফিসে পাঠানোর দায়িত্ব নেন সহকারী শিক্ষকা আসমা খাতুনের স্বামী মোশারফ হোসেন। কিন্তু মোশারফ ফের স্ত্রীর মাধ্যমে জান্নাতুল ফেরদৌসের কাছে খরচ বাবদ টাকা দাবি করেন। কিন্তু জান্নাতুল ফেরদৌস আগে যেহেতু ৮৫০ টাকা দিয়েছেন। তাই পরে দাবিকৃত ৭০০ টাকা দেবেন না বলে জানিয়ে দেন।
শিক্ষিকা জান্নাতুল জানান, এ নিয়ে ক্ষিপ্ত হয়ে সকাল সাড়ে ৯ টার দিকে সহকারী শিক্ষকা আসমা খাতুনের স্বামী মোশারফ হোসেন বিদ্যালয়ে এসে অফিস কক্ষে ঢুকে প্রথমে আমার সাথে বাগি¦তণ্ডায় জড়ান। তারপরও দাবিকৃত ওই ৭০০ টাকা দিতে আমি অস্বীকার করায় তিনি রেগে গিয়ে টেবিলে রাখা ফাইল তুলে আমাকে বেধড়ক পেটাতে থাকেন।
পরে সেখানে থাকা বিদ্যালয়ের অন্য শিক্ষকরা আমাকে উদ্ধারে এগিয়ে আসেন। কিন্তু তাতেও সে নিবৃত্ত না হলে উপস্থিত শিক্ষকরা মোশারফকে ধাক্কা দিয়ে বের করে বিদ্যালয়ের কলাপসিবল গেট বন্ধ করে দিয়ে আমাকে রক্ষা করেন।
পরে খবর পেয়ে শিক্ষকা জান্নাতুল ফেরদৌসের স্বামী মাসুদ রানা ও স্বজনরা তাকে উদ্ধার করে তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে এসে চিকিৎসা দেন।
তাড়াশ থানার ওসি মো: আসলাম হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।
তাড়াশ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাব্বির হোসেন খান জানান, মারধরের শিকার শিক্ষকা জান্নাতুল ফেরদৌস ঘটনার পর আমার অফিসে এসেছিলেন। তাকে লিখিত অভিযোগ দিতে বলেছি।
অভিযুক্ত মোশারফ হোসেন জানান, কথা কাটাকাটির একপর্যায়ে ধাক্কা লেগে পড়ে গিয়ে দরজার সাথে আঘাত পেয়েছেন শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস।


আরো সংবাদ



premium cement