১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

লক্ষ্মীপুরে বহুতল ভবনের পাইলিংয়ে দেবে গেছে সড়ক ও দোকানপাট

-

লক্ষ্মীপুরে ওয়ে হাউজিং নামে একটি কোম্পানির বহুতল ভবনের পাইলিংয়ের সময় জনগুরুত্বপূর্ণ একটি সড়ক বিধ্বস্ত হয়ে গেছে। একই সাথে পাশে থাকা দু’টি দোকান এবং একটি কবরস্থান বিধ্বস্ত হয়। এ ঘটনায় আশপাশের ভবনগুলো ভাঙন ঝুঁকিতে রয়েছে। এ ছাড়াও সড়ক বিধ্বস্ত হওয়ার কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে ওই এলাকার গ্যাস লাইন। এতে গ্যাস সংযোগ বন্ধ হয়ে পড়ায় সহস্রাধিক পরিবারের রান্নাবান্না বন্ধ হয়ে পড়েছে।
খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবী ও প্রকৌশলী জুলফিকার জুয়েলসহ পৌরসভার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এর আগে গত বুধবার রাত ২টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার শাখারি পাড়া সড়কে এ ঘটনা ঘটে।
পৌর কর্তৃপক্ষ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, ভেঙে যাওয়া দোকানগুলোর পেছনে একটি পুকুর রয়েছে। হাউজিংয়ের অনিয়ন্ত্রিত পাইলিংয়ের কারণে মাটির তলদেশে পানির স্তর সৃষ্টি হয়। একপর্যায় পানির চাপ বেড়ে রাস্তা দেবে গিয়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে। পাশের দু’টি দোকান ভেঙে গেছে। যুক্তবাংলা আইন পরিষদের সদস্য মরহুম আব্দুল হাকিম উকিলের কবরস্থান ভেঙে যায়। এখন ফাটলসহ আশপাশের ভবনগুলো ঝুঁকিতে রয়েছে।
ওয়ে হাউজিংয়ের এজিএম হাসান আহমেদ বলেন, আমরা নিয়ম অনুযায়ীই কাজ করছি। অনাকাক্সিক্ষতভাবে ঘটনাটি ঘটে গেছে। আমাদের ১০ তলা ভবনের কাজ চলছে। পৌরসভা থেকে সাত তলার অনুমোদন রয়েছে। আপাতত ওই সাত তলা ভবনই হবে। সড়ক ও দোকান মালিকদের ক্ষতিপূরণ আমরা দিয়ে দেবো।


আরো সংবাদ



premium cement