১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

রাবিপ্রবির নতুন ভিসি আতিয়ার রহমান

-

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো: আতিয়ার রহমান। গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে গত ৫ আগস্ট সরকার পতনের পর রাবিপ্রবির ২য় ভিসি অধ্যাপক ড. সেলিনা আখতারের পদত্যাগের পর প্রায় পাঁচ মাসের মাথায় নতুন ভিসি পেলো রাবিপ্রবি।
অধ্যাপক ড. মো: আতিয়ার রহমান ১৯৯০ সালে মাধ্যমিক ও ১৯৯২ সালে যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগ থেকে ১৯৯৬ সালে স্নাতক ও ১৯৯৭ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। জাপান থেকে পিএইচডি ও ডারবান থেকে পোস্ট ডক্টরেট সম্পন্ন করেন। ২০০৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক যোগদান করেন এবং ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর তিনি অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। সর্বশেষ তিনি চবির জীববিজ্ঞান অনুষদের ডিন এবং অভ্যুত্থান পরবর্তী গঠিত ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। সম্প্রতি ‘স্কোপাস ২০২৪’ প্রকাশিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শীর্ষ গবেষকদের তালিকাতেও স্থান পেয়েছে ড. আতিয়ার রহমান।


আরো সংবাদ



premium cement