সোনারগাঁওয়ে অবৈধ গ্যাসলাইন বিচ্ছিন্নকালে হামলা, আহত ৫
- সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
- ১০ জানুয়ারি ২০২৫, ০০:০৫
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিছিন্নকালে তিতাসের কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলা করেছে স্থানীয় দুর্বৃত্তরা। গতকাল বুধবার দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক এলাকায় এ হামলার ঘঠনা ঘটে। হামলায় তিতাসের পাঁচ জন কর্মকর্তা ও কর্মচারী আহত হয়। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। পরে সোনারগাঁও থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিডেট কোম্পানির মেঘনা জোনের ম্যানেজার প্রকৌশলী সুরজিত কুমার সাহা জানান, উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয়রা ব্যবহার করে আসছে। এতে সরকার বিশাল অঙ্কের রাজস্ব হারাচ্ছে।
গতকাল বুধবার ওই এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করা হয়। জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগে সিনিয়র সহকারী কমিশার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ ও তিতাসের কর্মকর্তা কর্মচারীসহ সোনারগাঁও থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। অভিযানে ওই এলাকার প্রায় এক কিলোমিটার গ্যাস সংযোগ লাইনের পাইপ লাইন তুলে ফেলা হয়।
এক পর্যায়ে স্থানীয়রা ওই এলাকার নারী-পুরুষ একত্রিত হয়ে লাঠিসোটা, কাঠের টুকরা নিয়ে অতর্কিত হামলা করে। হামলায় সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দীন, তিতাসের শ্রমিক ইব্রাহিম, খৈয়ম বেপারী, ইমু মিয়াসহ পাঁচ জন আহত হয়। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রকৌশলী সুরজিত কুমার সাহা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা