১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

বারোবাজারে সুলতানি আমলের পুরাকীর্তির নিরাপত্তাবিষয়ক সভা

-

বারোবাজার গ্রুপ অব মনুমেন্টস বা সুলতানি আমলের মসজিদসহ পুরাকীর্তিগুলোর প্রতিরক্ষামূলক নিরাপত্তা ব্যবস্থাপনা ও সুরক্ষা শীর্ষক অংশীজনের সভা গত সোমবার বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঐতিহাসিক গলাকাটা মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদফতরের খুলনা ও বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসকের প্রতিনিধি কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম। বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ। সভায় বক্তব্য রাখেন এম আলমগীর হুসাইন, রবিউল ইসলাম, এম আরশেদ আলী (পাতা), ডা: শাহাব উদ্দিন, অধ্যক্ষ আমিনুর রহমান, শেখ আব্দুর রশীদ, আদ-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক ডা: এমদাদুল হক, শেখ হাবিবুর রহমান, আবুল কালাম আজাদ, মাওলানা আনোয়ার হুসাইন ও জাকির হোসেন বিশ্বাস।

সভাপতির বক্তব্যে প্রত্নতত্ত্ব অধিদফতরের খুলনা ও বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন বলেন, মুহাম্মাদবাদ এমন একটি শহর যা সুলতানি আমলের গৌরবময় ইসলামী ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে। বিলুপ্ত শহরটি বিভিন্ন সময় গবেষক ও পণ্ডিতদের দৃষ্টি আকর্ষণ করলেও প্রমাণের অভাবে ১৯৯৩ সালের আগে পর্যন্ত সুনির্দিষ্টভাবে একে শনাক্ত করা সম্ভব হয়নি। ১৯৯৩ সালে প্রত্নতত্ত্ব অধিদফতরের খুলনা আঞ্চলিক পরিচালকের তত্ত্বাবধানে খনন কার্যক্রম পরিচালনা করে একটি ইটের শিলালিপি আবিষ্কার করা হয়। এই শিলালিপির মাধ্যমে মুহাম্মাবাদবাদ মধ্যযুগের বিলুপ্ত হওয়া শহরটিকে প্রথম চিহ্নিত করা যায়। বারোবাজারের পুরাকীর্তির স্থায়ী সুরক্ষায় এখানে একটি দফতর ও জাদুঘর স্থাপনের বিষয়টি বর্তমানে বিবেচনাধীন রয়েছে।
অন্য বক্তারাও বারোবাজারখ্যাত সুলতানি আমলের সাংস্কৃতিক নিদর্শন রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদফতরের প্রতি জোর দাবি জানানো হয়। তারা বারোবাজারের ১৬টি প্রত্নতাত্ত্বিক নিদর্শনকে ঘিরে সমন্বিত উদ্যোগ কর্মপরিকল্পনা গ্রহণের জন্য সরকারের কাছে অনুরোধ জানান।

 


আরো সংবাদ



premium cement