রাকাবের বিভাগীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- রাজশাহী ব্যুরো
- ০৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) রাজশাহী বিভাগীয় বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে এ সম্মেলনের আয়োজন করা হয়।
রাকাবের রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক মো: আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাকাব পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ; রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. সালেহ হাসান নকীব; প্রোভিসি (একাডেমিক) প্রফেসর মো: ফরিদ উদ্দিন খান; মৎস্য অধিদফতরের রাজশাহী বিভাগের উপ-পরিচালক ও রাকাব পরিচালনা পরিষদের পরিচালক মো: আব্দুল ওয়াহেদ মণ্ডল; ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো: আ: রহিম; প্রধান কার্যালয়ের ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স এবং পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক মো: তাজউদ্দীন আহম্মদসহ প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপকরা।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন রাকাব রাজশাহী শাখার ব্যবস্থাপক (সহকারী মহাব্যবস্থাপক) মোহাম্মদ ইকবাল হোসেন ও বিভাগীয় কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ইফফাত জাহান ইভা। বক্তারা রাকাবের অর্ধবার্ষিক হিসাব সমাপনীতে বিভিন্ন ইন্ডিকেটরে সফলতা অর্জন করায় প্রশংসা করেন এবং এই সফলতা ধরে রাখার মাধ্যমে বার্ষিক হিসাব সমাপনীর লক্ষমাত্রা শতভাগ অর্জনের পরামর্শ প্রদান করেন। সর্বক্ষেত্রে স্বচ্ছতা ও জাবাবদিহিতা নিশ্চিতকরণের মাধ্যমে রাকাবকে এগিয়ে নেয়ার আহ্বান জানান তারা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা