জুলুম বন্ধে ইসলামী রাষ্ট্রের বিকল্প নেই : অধ্যাপক মুজিবুর রহমান
- গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
- ০৭ জানুয়ারি ২০২৫, ০০:০০
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বাংলাদেশকে জুলুম অত্যাচারের হাত থেকে রক্ষা করতে ইসলামী রাষ্ট্রের বিকল্প নেই।
গতকাল সোমবার বিকেলে জামায়াতে ইসলামী গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর শাখার উদ্যোগে রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গোমস্তাপুর উপজেলা আমির মোহাম্মদ ইমামুল হুদার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি প্রার্থী ডা: মিজানুর রহমান।
বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুজার গিফারী, অধ্যাপক আবু বকর, অধ্যাপক ইয়াহিয়া খালেদ, ডাক্তার মুহা: শহীদুল্লাহ, গোলাম কবির, অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, অধ্যাপক শাহ আলম প্রমুখ।