দেশের খাদ্য নিরাপত্তায় বাকৃবি একটি ব্র্যান্ড : ভিসি
- বাকৃবি প্রতিনিধি
- ০৫ জানুয়ারি ২০২৫, ০২:৫৬
দেশের খাদ্য নিরাপত্তায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) একটি ব্র্যান্ড। কৃষি গবেষণা এবং অগ্রগতিতে নিরন্তর ভূমিকা রাখছে বাকৃবির শিক্ষার্থীরা। প্রতিবছর ৫০ থেকে ৬০ জন মেধাবী ছাত্র-ছাত্রী বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের জায়গা করে নিচ্ছে। আমি চাই, এখানে উপস্থিত সবাই দেশের মানুষের সেবার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও ভূমিকা রাখুক। খাদ্য উৎপাদন, খাদ্য নিরাপত্তা এবং প্রযুক্তি উন্নয়নের মতো বিজ্ঞানের যুগোপযোগী বিষয়ে দক্ষতা অর্জন করে তোমরা বাংলাদেশ এবং বিশ্ববাসীকে সেবা প্রদান করবে। শনিবার সকালে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এসব কথা বলেন বাকৃবি ভিসি অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে ওই ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার থেকে তাদের ক্লাস শুরু হবে। এ সময় নবীন ১১১৬ জন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় সম্পর্কিত একটি বই এবং রজনীগন্ধার ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। তবে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে দুপুরের খাবারের ব্যবস্থা না থাকায় অসন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীরা।
বাকৃবির ছাত্রবিষয়ক উপদেষ্টা এবং ওরিয়েন্টেশন কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল হকের সভাপতিত্বে এবং সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. মোহাম্মদ সাইফুল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি ভিসি অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ডিন পরিষদের আহবায়ক অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন। এ ছাড়া বাকৃবির প্রভোস্ট পরিষদের আহ্বায়ক ড. মো. রুহুল আমিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীমসহ বিভিন্ন ইনস্টিটিউট ও শাখার পরিচালক ও বিভিন্ন অনুষদের শিক্ষকরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা