০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

দুই বছরেও নির্মাণ হয়নি ভেঙে পড়া সেতু

মোরেলগঞ্জে ৮ গ্রামের মানুষের ঝুঁকি নিয়ে খাল পারাপার
মোরেলগঞ্জের উত্তর সুতালড়ি গ্রামে ভেঙে পড়া সেতু : নয়া দিগন্ত -


বাগেরহাটের মোরেলগঞ্জে দুই ইউনিয়নের আটটি গ্রামের ২৫ হাজার মানুষের যোগাযোগের একমাত্র ভরসা একটি বাঁশের সাঁকো। ভেঙে পড়া কাঠের পুলের স্থানে দুই বছরেও নির্মাণ হয়নি কোনো ব্রিজ। একটি ব্রিজ না থাকায় স্কুলের শিক্ষার্থী, বয়োবৃদ্ধ নারীসহ অসুস্থ ব্যক্তিদের ভোগান্তি এখন চরমে। স্থানীয়দের দাবি এই জনগুরুত্বপূর্ণ স্থানে খালের ওপর একটি ব্রিজ নির্মাণের।
সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, বহরবুনিয়া ইউনিয়নের উত্তর সুতালড়ি গ্রামের খালের ওপরের কাঠের পুল গত দুই বছর আগে ভেঙে যায়। অথচ অদ্যাবধি গুরুত্বপূর্ণ এ সাঁকোটির জায়গায় নির্মাণ হয়নি ব্রিজ। যে কারণে প্রতিনিয়ত বারইখালী ও বহরবুনিয়া- এ দু’টি ইউনিয়নের উত্তর সুতালড়ি, সূর্যমুখী, পূর্ব কাটাখাল, বেতবুনিয়া, ফুলহাতা, বহরবুনিয়া, নারিকেল বাড়ীয়া ও ঘষিয়াখালীর অটটি গ্রামের প্রায় ২৫ হাজার মানুষের যাতায়াতে ভোগান্তি এখন চরমে। এই ভাঙা সাঁকোটি পেরিয়ে প্রতিদিন ছয়টি প্রাথমিক বিদ্যালয়, চারটি মাধ্যমিক বিদ্যালয়, মা-বাবা ঋণ ডিগ্রি কলেজ, ডা: হিরন্ময় কারিগরি কলেজ ও চারটি মাদরাসার কয়েক হাজার শিক্ষার্থী যাতায়াত করে।
এ ছাড়াও ১৫/২০টি মসজিদের মুসল্লিরা নামাজ আদায়ে মসজিদে যান এই ভাঙা সাঁকো পেরিয়ে। সেবা নিতে জনসাধারণ যাচ্ছেন ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ, ফুলহাতা বাজার, বহরবুনিয়া বাজার, ঘষিয়াখালী বাজারসহ গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি অফিস কিংবা প্রতিষ্ঠানে। সাঁকোটি পার হতে গিয়ে ইতোমধ্যে দুর্ঘটনার শিকার হয়েছেন দুইজন বয়োবৃদ্ধসহ এক শিশু শিক্ষার্থী।

স্থানীয় গ্রামবাসী অবসরপ্রাপ্ত নেছার উদ্দিন, ফারুক হাওলাদার, রহিমা আক্তার চম্পা, মাদরাসাশিক্ষক জাহিদুল ইসলাম হাওলাদারসহ একাধিক ব্যক্তি জানান, দুই/তিন বছর ধরে শুনে আসছি এখানে একটি ব্রিজ হবে। কর্মকর্তারা এসে মাপজোখ করে গেছেন; কিন্তু আজো কোনো সুরাহা হয়নি। স্থানীয় গ্রামবাসীদের চাঁদার টাকায় দুই/তিনবার বাঁশের সাঁকোটি মেরামত করা হয়েছে। এ দুর্ভোগের শেষ কোথায়?
এ বিষয় বারইখালী ইউপি চেয়ারম্যান আউয়াল খান মহারাজ বলেন, ওই স্থানে ব্রিজের জন্য এলজিইডি দফতরে একটি প্রস্তাবনা দেয়া রয়েছে।
এ সম্পর্কে উপজেলা নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, ভেঙে যাওয়া কাঠের পুলটির স্থানে এ বছরে এডিপির বরাদ্দ থেকে পুনরায় নতুন পুল নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে ব্রিজ নির্মাণের প্রস্তাবনা পাঠানো হবে বলে এ কর্মকর্তা জানান।

 


আরো সংবাদ



premium cement