০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

শ্যামনগরে ভ্যানের চাকায় মাফলার পেঁচিয়ে বৃদ্ধের মৃত্যু

-

সাতক্ষীরার শ্যামনগরে ব্যাটারিচালিত ভ্যানের চাকায় মাফলার পেঁচিয়ে গলায় ফাঁস লেগে আবদুর রশিদ গাজী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। গতকাল শনিবার বেলা দেড়টার দিকে উপজেলার বংশীপুর-ভেটখালী সড়কের পাতড়াখোলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আবদুর রশিদ গাজী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজান নগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চাঁদখালী গ্রামের মৃত বেলায়েত গাজীর ছেলে।
স্থানীয় যুবক জান্নাতুল নাঈম জানান, রাতে যশোরের আদ-দ্বীন সকিনা মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে ড. মিজানুর রহমান আজহারির ওয়াজ মাহফিল শুনে সকালে স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরছিলেন আবদুর রশিদ গাজী। যশোর থেকে বাসে শ্যামনগরের বংশীপুর পর্যন্ত আসেন তারা। এরপর বংশীপুর থেকে ভ্যানে করে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে পাতড়াখোলা মসজিদের সামনে পৌঁছলে অসাবধানতাবশত তাদের বহনকারী ব্যাটারিচালিত ভ্যানের চাকায় রশিদ গাজীর মাফলার পেঁচিয়ে গলায় ফাঁস লেগে শরীর থেকে মাথা আলাদা হয়ে যায় তার। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শ্যামনগর থানার ওসি মো: হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 


আরো সংবাদ



premium cement