০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

জাবি শিবিরের সভাপতি মুহিব সেক্রেটারি মুস্তাফিজ

-

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার নতুন সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করা হয়েছে। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মুহিবুর রহমান মুহিব এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মোস্তাফিজুর রহমান।
গত শুক্রবার সকালে সংগঠনটির প্রচার বিভাগ কর্তৃক পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত সদস্য সমাবেশে ২০২৫ সেশনের সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোয়ন সম্পন্ন হয়। অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, সভাপতি নির্বাচনের জন্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত মুহিবুর রহমান মুহিবকে সভাপতি ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।
পরে নবনির্বাচিত সভাপতি মুহিব সদস্যদের পরামর্শের ভিত্তিতে শাখা সেক্রেটারি হিসেবে মোস্তাফিজুর রহমানকে মনোনীত করেন। নবনির্বাচিত সভাপতি মুহিবুর রহমান বলেন, খুব দ্রুতই আমরা পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করব।
নতুন সভাপতি মুহিবুর রহমান মুহিব বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী এবং সেক্রেটারি মোস্তাফিজুর রহমান একই ব্যাচের দর্শন বিভাগের শিক্ষার্থী।
সমাপনী সেশনে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ছাড়াও কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবাগাতুল্লাহ, সদ্য সাবেক সভাপতি হারুনুর রশিদসহ অন্যান্য শিবিরনেতা উপস্থিত ছিলেন।

 

 

 


আরো সংবাদ



premium cement