০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`

আদমদীঘিতে ফুলকপি ১০ টাকা পিস

-

বগুড়ার আদমদীঘিতে দেড় কেজি থেকে আড়াই কেজি ওজনের প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে মাত্র ১০ টাকা। ছোট বড় সব সাইজের ফুলকপির মূল্য একই। উচ্চমূল্যের বাজারে এত সস্তা মূল্যে শীতকালীন অন্য কোনো সবজি মিলছে না। ক্রেতারা মনের খুশিতে ফুলকপি কিনলেও কৃষকরা তাদের খরচই তুলতে পারছে না বলে তারা জানান।
জানা যায়, আদমদীঘি উপজেলা সদরসহ বিভিন্ন হাট বাজারে শীতকালীন সবজিতে বাজার ছেয়ে গেছে। স্থানীয়ভাবে এসব পণ্য উৎপাদন করে বাজারজাত করেন কৃষকরা। শনিবার ও মঙ্গলবার সাপ্তাহিক হাটবারে খুব ভোর থেকে বিভিন্ন প্রকার সবজির পাইকারি বাজার বসে। বাজারে নতুন আলু আমদানি হওয়ায় দাম কমতে শুরু করেছে। এ ছাড়া নতুন ঁেপয়াজ বাজারে আসায় দাম কমেছে। উপজেলা সদরে প্রতি হাটবার এই পাইকারি বাজারে ফুলকপির বিপুল আমদানির কারণে প্রতি পিস ১০ টাকা মূল্যে বিক্রি হচ্ছে।
গত মঙ্গলবার হাটে ফুলকপি বিক্রি হয় পাইকারি বাজারে প্রতি পিস ৭ টাকা। এ ছাড়া বেগুন ৪০ টাকা, ঁেপয়াজ ৬০ টাকা, করলা ৮০ টাকা, কাঁচা মরিচ ৪০ টাকা, টমেটো ৬০ টাকা, নতুন আলু ৬০ থেকে ৭০ টাকা, পালংশাক ২০ টাকা, ছিম ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
আদমদীঘি সদর হাটে সবজি কিনতে আসা কেশরতা গ্রামের আব্দুর রহিম জানান, ফুলকপি ছাড়া অন্য সবজিগুলোর দাম বেশি। ২০০ টাকা কেজির নিচে কোনো প্রকার মাছ পাওয়া যাচ্ছে না। মূল্য বৃদ্ধিতে চালের বাজারে হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত ও নি¤œবিত্ত মানুষ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সাথে কথা হলে তিনি জানান, আমরা প্রায়ই বাজার মনিটরিং করে আসছি।
এই শীত মৌসুমে আরো জোরদার হবে আমাদের বাজার মনিটরিং ব্যবস্থা।


আরো সংবাদ



premium cement
ঈশ্বরদীতে নিয়মিত নামাজ আদায়ে ১৮ শিশুকে বাইসাইকেল উপহার ‘শেখ হাসিনা দেশের ক্ষতি ছাড়া কিছুই দিতে পারেনি’ দোয়ারাবাজার সীমান্তে ৬২ বস্তা রসুনসহ আটক ৩ কাশ্মীরে সড়ক দুর্ঘটনায় ৪ সেনা সদস্য নিহত স্বাধীনতার বর্ষপূর্তিতে ৬ হাজার বন্দীকে মুক্তি দেবে মিয়ানমার রমজান ঘিরে রাজধানীর ১০০ পয়েন্টে ন্যায্যমূল্যে ডিম-মুরগি বেচবে বিপিএ রায়গঞ্জ ও সলঙ্গায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ নিজ স্বার্থ বিসর্জন দিয়েই দেশকে রক্ষা করতে হবে : ড. মঈন খান ভারতে ১৮ বছরের কমবয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে লাগবে অভিভাবকের অনুমতি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন না তামিম, জানালেন আফ্রিদি ৭ জানুয়ারি রাতে লন্ডনের উদ্দেশে ফ্লাইট খালেদা জিয়ার

সকল