০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

আদমদীঘিতে ফুলকপি ১০ টাকা পিস

-

বগুড়ার আদমদীঘিতে দেড় কেজি থেকে আড়াই কেজি ওজনের প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে মাত্র ১০ টাকা। ছোট বড় সব সাইজের ফুলকপির মূল্য একই। উচ্চমূল্যের বাজারে এত সস্তা মূল্যে শীতকালীন অন্য কোনো সবজি মিলছে না। ক্রেতারা মনের খুশিতে ফুলকপি কিনলেও কৃষকরা তাদের খরচই তুলতে পারছে না বলে তারা জানান।
জানা যায়, আদমদীঘি উপজেলা সদরসহ বিভিন্ন হাট বাজারে শীতকালীন সবজিতে বাজার ছেয়ে গেছে। স্থানীয়ভাবে এসব পণ্য উৎপাদন করে বাজারজাত করেন কৃষকরা। শনিবার ও মঙ্গলবার সাপ্তাহিক হাটবারে খুব ভোর থেকে বিভিন্ন প্রকার সবজির পাইকারি বাজার বসে। বাজারে নতুন আলু আমদানি হওয়ায় দাম কমতে শুরু করেছে। এ ছাড়া নতুন ঁেপয়াজ বাজারে আসায় দাম কমেছে। উপজেলা সদরে প্রতি হাটবার এই পাইকারি বাজারে ফুলকপির বিপুল আমদানির কারণে প্রতি পিস ১০ টাকা মূল্যে বিক্রি হচ্ছে।
গত মঙ্গলবার হাটে ফুলকপি বিক্রি হয় পাইকারি বাজারে প্রতি পিস ৭ টাকা। এ ছাড়া বেগুন ৪০ টাকা, ঁেপয়াজ ৬০ টাকা, করলা ৮০ টাকা, কাঁচা মরিচ ৪০ টাকা, টমেটো ৬০ টাকা, নতুন আলু ৬০ থেকে ৭০ টাকা, পালংশাক ২০ টাকা, ছিম ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
আদমদীঘি সদর হাটে সবজি কিনতে আসা কেশরতা গ্রামের আব্দুর রহিম জানান, ফুলকপি ছাড়া অন্য সবজিগুলোর দাম বেশি। ২০০ টাকা কেজির নিচে কোনো প্রকার মাছ পাওয়া যাচ্ছে না। মূল্য বৃদ্ধিতে চালের বাজারে হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত ও নি¤œবিত্ত মানুষ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সাথে কথা হলে তিনি জানান, আমরা প্রায়ই বাজার মনিটরিং করে আসছি।
এই শীত মৌসুমে আরো জোরদার হবে আমাদের বাজার মনিটরিং ব্যবস্থা।


আরো সংবাদ



premium cement
সিরাজগঞ্জে সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস, তার স্ত্রী ও ছেলেসহ ২০০ জনের নামে মামলা আরো বিনিয়োগ আনতে বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরুন মেট্রোরেলের সেবায় ভ্যাট অব্যাহতি হেসেখেলেই সিলেটকে উড়িয়ে দিলো রংপুর মেরুদণ্ডহীনদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে রেখে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয় অগ্নিনির্বাপণকর্মী নয়নের পরিবারকে পাঁচ লাখ টাকা দিলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাবেশ মঞ্চে কেন্দ্রীয় নেতারা রংপুরকে বড় লক্ষ্য দিলো সিলেট ম্যানইউর সাথে ঘরের মাঠে ড্র করল লিভারপুল মোসাদ্দেককে দলে ভেড়ালো ঢাকা, এসেছেন সাইদ আজমলও শৈলকুপায় ফুলকপি বিক্রিতে লোকসান, হতাশা চাষিরা

সকল