০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

রূপগঞ্জে আর কে ভূঁইয়া ইন্টারন্যাশনাল স্কুলে হামলা ভাঙচুর লুটপাট

-

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার খাদুন এলাকার আরকে ভূঁইয়া ইন্টারন্যাশনাল স্কুলে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে। গত মঙ্গলবার ৩৫-৪০সদস্যের একদল সন্ত্রাসী এ হামলা চালায়। এতে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পুলিশ জানায়, খাদুন এলাকার আরকে ভূঁইয়া ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর কবির ভূঁইয়ার সাথে পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার মৃত জহির উদ্দিন প্রধানের ছেলে তানভীর হাসান মিলনের বিরোধের জেরে গত মঙ্গলবার তানভীর হাসান মিলনের নেতৃত্বে ৩০-৪০ সদস্যের একদল সন্ত্রাসী ধারালো দা, চাপাতি, রাম দা, চাইনিজ কুড়াল, হকিস্টিক দিয়ে স্কুলে হামলা চালায়। হামলাকারীরা স্কুলের ডেস্কটপ, ল্যাপটপ, স্টিলের আলমারি, চেয়ার, টেবিল, দরজা, জানালা, স্কুলের শিক্ষক ও অভিভাবকদের ১০টি মোটরসাইকেল ভাঙচুর করে স্কুলের আলমারিতে রক্ষিত নগদ সাড়ে চার লাখ টাকা লুটে নেয়। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর কবির ভূঁইয়া, তার ছেলে জাপান প্রবাসী রায়হান কবির সুমন আহত হয়। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে জাহাঙ্গীর কবির ভূঁইয়ার ভাগিনা আরিফ হোসেন বাদি হয়ে খাদুন গ্রামের তানভীর হাসান মিলন, আলমগীর প্রধানসহ অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।


আরো সংবাদ



premium cement
মেরুদণ্ডহীনদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে রেখে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয় অগ্নিনির্বাপণকর্মী নয়নের পরিবারকে পাঁচ লাখ টাকা দিলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাবেশ মঞ্চে কেন্দ্রীয় নেতারা রংপুরকে বড় লক্ষ্য দিলো সিলেট ম্যানইউর সাথে ঘরের মাঠে ড্র করল লিভারপুল মোসাদ্দেককে দলে ভেড়ালো ঢাকা, এসেছেন সাইদ আজমলও শৈলকুপায় ফুলকপি বিক্রিতে লোকসান, হতাশা চাষিরা চিকিৎসক-নার্সসহ বিএসএমএমইউয়ের ১৫ জন বরখাস্ত বর্ষীয়ান আলী আকবর হারিয়ে গেছেন, তথ‌্য দি‌য়ে সহায়তার আহ্বান কাতারের সমর্থন চায় সিরিয়ার নতুন সরকার জাবিতে প্রক্টরের পোশাক নিয়ে কটূক্তির ঘটনায় নিন্দা

সকল