পাথরঘাটায় কর্মকর্তার সহায়তায় পাউবোর জমি দখলের অভিযোগ
- এ এস এম জসিম পাথরঘাটা (বরগুনা)
- ২৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০
বরগুনার পাথরঘাটায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমি অবৈধভাবে দখল করে স্থায়ী স্থাপনাসহ বিভিন্ন রকমের ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। পাথরঘাটা পৌর শহর এবং মাছেরখাল বাজারেরর স্লুইস গেটের দুই পাশের প্রায় কোটি টাকার সম্পত্তির ওপর অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এ স্থাপনা তৈরি হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
সরেজমিন জানা গেছে, মাছেরখাল বাজারের মধ্য দিয়ে বয়ে গেছে একটি খাল। এ খালের মধ্যেই রয়েছে স্লুইসগেট। এর দুই পাশে প্রায় কোটি টাকার সম্পত্তি পাউবোর। খালের দুই পাশেই একাধিক স্থায়ী ও অস্থায়ী স্থাপনা গড়ে উঠেছে। এর মধ্যে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তাদের কারোরই দালিলিক কোনো কাগজপত্র নেই। এখানে স্লুইসগেট করার সময় দখলদারদের ক্ষতিপূরণ দিয়ে সরিয়ে দেয়া হয়েছিল। আবারো তারা একইভাবে পাউবোর জমি দখলে নিয়ে নিচ্ছেন। ক্ষেত্রবিশেষে দুই এক স্থানে উচ্ছেদ অভিযানের কথা বলা হলেও অবৈধ অর্থ লেনদেনের কারণে সেসব অভিযান মাঝপথেই থেমে যায়। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীদের যোগসাজসে প্রভাবশালীরা পাউবোর জমি দখল ও ভবন নির্মাণের সুযোগ পাচ্ছেন।
স্লুইসগেট ও সড়কের জমি দাতার ছেলে মাহবুবুর রহমান এবং তার ভাইয়ের ছেলে মাইনুদ্দিন কাওছার জানান, ১৯৬২ থেকে ৬৫ সালের দিকে তার বাপ-দাদার কাছ থেকে সরকার জমি নিয়ে যাতায়াতের জন্য সড়ক এবং পানি নিষ্কাশনের জন্য স্লইসগেট তৈরি করা হয়েছে। সেই জমি পাউবোর ছত্রছায়ায় স্থানীয়রা দখল করে নিচ্ছে। জমিগুলো দখলের আগে পাথরঘাটায় পাউবোর কার্যসহকারী মামুন মিয়া তাদেরকে জমি ফিরিয়ে নেয়ার জন্য তাদের কাছে ১৫ লাখ টাকা দাবি করেছিলেন। সে সময় তিনি বলেছিলেন, এ টাকা দিলে তিনি দাঁড়িয়ে থেকে জমি দখল করে দিবেন। সেই টাকা না দেয়ায় পাউবোর অসাধু কর্মকর্তাদের যোগসাজসে সেই জমি প্রভাবশালীরা দখলে নিয়ে নিচ্ছেন।
পাউবোর জমিতে ঘর তুলতে দেখা যায় কিবরিয়া নামের এক ব্যক্তিকে। তিনি বলেন, যে স্থানে সাইনবোর্ড দেয়া আছে আমি সেখানে তো কোনো ঘর তুলছি না। যেখানে ঘর তুলছি সেখানে তো কোনো সাইনবোর্ড নেই। আগে যে ঘর ছিল সেই ঘরের জন্য ক্ষতিপুরণ দেয়ার পরেও কেন আবারো জমি দখল করছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পানি উন্নয়ন বোর্ডের কোনো লোকতো বাধা দিচ্ছে না!
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা