২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কাপ্তাইয়ে নদীতে নিখোঁজ ২ কিশোরের লাশ উদ্ধার

-

অবশেষে রাঙ্গামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে ডুবে যাওয়ার ৪২ ঘণ্টা পর বৃহস্পতিবার সকালে সীতা ঘাট এলাকায় নিখোঁজ দুই বন্ধুর মৃত দেহ ভেসে উঠার পর উদ্ধার করা হয়েছে।
মৃতরা হলো প্রিয়ন্ত ( ১৫) ও শাহন দত্ত ( ১৭)। গত মঙ্গলবার দুপুরে কাপ্তাইয়ের সীতাঘাট এলাকার কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে দুই বন্ধু নিখোঁজ হয়। নিখোঁজের পর থেকে দিনভর উদ্ধার তৎপরতা চালায় কাপ্তাই ফায়ার সার্ভিস। তবে তাদের খুঁজে পাওয়া যায়নি। নদীতে তলিয়ে যাওয়ার ৪৮ ঘণ্টা পর বৃহস্পতিবার সকালে দুই বন্ধুর লাশ ভেসে ওঠে।
স্থানীয়রা জানায় , বৃহস্পতিবার সকালে লাশ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দিরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ইউনিয়ন পরিষদ সদস্য মো: সরোয়ার জানান বৃহস্পতিবার সকালে ৭টার দিকে লাশ দুটো ভেসে ওঠে। কাপ্তাই থানার ওসি মো: মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

 


আরো সংবাদ



premium cement