২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গোয়াইনঘাটে চুরির অপবাদে গণপিটুনিতে যুবক নিহত

-

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গরু চুরির অপবাদ দিয়ে গণপিটুনি, চুন ও বালুমিশ্রিত পানি পান করিয়ে হেলাল মিয়া (৩২) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। গত বুধবার ভোরবেলা সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার মধ্যজাফলং ইউনিয়নের জাফলং চা বাগানে এ হত্যাকাণ্ড ঘটে। মঙ্গলবার রাতভর হেলাল মিয়ার ওপর বেধড়ক মারধর ও পৈশাচিক কায়দায় নির্যাতন চালানো হয়। খবর পেয়ে ভোরবেলা আধমরা অবস্থায় হেলালের স্বজনরা তাকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত হেলালের বাড়ি উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের দাতারি গ্রামে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে মধ্যজাফলং চা বাগানে গরু চুরির অপবাদ দিয়ে ইসলামপুর গাংপার গ্রামের মনির মিয়ার ছেলে মোশাররফ হোসেন, আমির উদ্দিন, একই গ্রামের আব্দুল খালিকের ছেলে সালাম ও তাদের সহযোগীরা হেলালকে ধরে নিয়ে যায়। পরে তাকে একটি গাছের সাথে বেঁধে বেধড়ক মারধর করে এবং চুন ও বালুমিশ্রিত প্রায় এক লিটার পানি পান করান। একপর্যায় হেলাল অজ্ঞান হয়ে পড়লে তাকে মধ্যজাফলং ইউনিয়ন অফিসে নিয়ে যাওয়া হয়। রাতভর সেখানে বেঁধে রেখে হেলালকে মারধর করে।
খবর পেয়ে বুধবার (২৫ ডিসেম্বর) ভোরে হেলালের স্বজনরা মধ্যজাফলং ইউনিয়ন অফিস থেকে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন নিহতের পরিবার। তাদের অভিযোগ, পুলিশের অবহেলার কারণেই হেলালের মৃত্যু হয়েছে।
গোয়াইনঘাট থানা পুলিশের এস আই প্রভাকর বড়ুয়া জানান, মঙ্গলবার সন্ধ্যায় খবর পেয়ে তিনি হেলালকে উদ্ধার করতে যান। তবে স্থানীয়রা তাকে বলেন, হেলালকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তারপর তিনি ঘটনাস্থলে হেলালকে রেখে চলে আসেন।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তোফায়েল আহমেদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


আরো সংবাদ



premium cement
অর্থপাচারের ফাইল নষ্ট করতেই সচিবালয়ে আগুন দেয়া হয়েছে : রিজভী সিলেট সীমান্তে ভারতীয়র গুলিতে দু’দিনে ২ বাংলাদেশী নিহত ইউক্রেন-রাশিয়া যুদ্ধে উত্তর কোরিয়ার সৈন্যরা ব্যাপক হতাহতের সম্মুখীন ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৬ জেলে হাসিনাকে ফেরত পাঠানোর বার্তাকে কতটা গুরুত্ব দিচ্ছে ভারত সিরিয়া-লেবানন সীমান্তে অবকাঠামোয় হামলা চালিয়েছে ইসরাইল গাজায় সচল শেষ হাসপাতালটিতে আগুন দিলো ইসরাইলি বাহিনী সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সাথে চলবে : প্রধান উপদেষ্টা হাসিনা ও জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই আমরা ন্যূনতম সংস্কার করে নির্বাচন চাই ছুটিতে যারা ভেতরে ছিলেন তাদের দিকেই সন্দেহের তীর

সকল