১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১, ১৩ রজব ১৪৪৬
`

সোনারগাঁওয়ে কিশোরী অন্তঃসত্ত্বা, ১৩ লাখে রফা

-


নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সৌদি প্রবাসীর ধর্ষণে ১৬ বছর বয়সী এক কিশোরী অন্তঃসত্ত্বা হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার বারদী ইউনিয়নের নুনেরটেক মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনা ধামাচাপা দিতে শালিস বৈঠকে ১৩ লাখ টাকায় রফাদফা হয়েছে বলে জানায় স্থানীয়রা। বারদী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দুইজন জনপ্রতিনিধি এ রফাদফা করে ধামাচাপা দেয়ার চেষ্টা চালিয়েছেন। এ টাকা থেকে ওই দুই নেতা তিন লাখ টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগ ওঠে।
স্থানীয়রা জানায়, উপজেলার বারদী ইউনিয়নের নুনেরটেক মধ্যপাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে সৌদি প্রবাসী আব্দুর রব পাশের বাড়ির আহম্মদ মিয়ার ১৬ বছর বয়সী মেয়ে নুনেরটেক মাদরাসার অষ্টম শ্রেণীর ছাত্রীকে বাসায় একা পেয়ে ধর্ষণ করে। তার ধর্ষণে ওই কিশোরী সাত মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

বিষয়টি জানাজানি হলে ওই গ্রামে গত সোমবার সন্ধ্যায় শালিসী বৈঠকে বসে। ওই বৈঠকে বারদী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের এক রাজনৈতিক সংগঠনের নেতা মো: শাহজাহান মিয়া এবং বারদী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুল কাদির ও স্বপনসহ তাদের লোকজন শালিসী বৈঠক বসিয়ে প্রবাসী (বর্তমানে প্রবাস ফেরত) আব্দুর রবকে ১৩ লাখ টাকা দেয়ার জন্য রফাদফা করে। বৈঠকে আব্দুর রব মিয়া নগদ তিন লাখ টাকা বিএনপি নেতা শাহজাহানের কাছে দেন। সেই টাকা গতকাল বুধবার পর্যন্ত ভুক্তভোগী কিশোরীর পরিবার পাননি বলে দাবি করেন। বাকি ১০ লাখ টাকা আগামী ২০ জানুয়ারি দেয়ার কথা রয়েছে।

অভিযুক্ত আব্দুর রবের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী জোহরা বেগমের দাবি, তার স্বামী এ অপরাধের সাথে জড়িত নয়।
বারদী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: শাহজাহান মিয়া বলেন, শালিসী বৈঠক হয়েছে। কিশোরী ও অভিযুক্তদের কথা শুনে বৈঠকে এলাকাবাসী ১৩ লাখ টাকা রায় দিয়েছে। তবে টাকা আত্মসাতের বিষয়টি সঠিক না।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, এ বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
রাজধানীর উন্নয়ন নিয়ন্ত্রণে বিশৃঙ্খলা শ্রমিকদের মাল্টিপল এন্ট্রি ভিসা চাইলেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকার গঠনে রেফারেন্স প্রক্রিয়া নিয়ে রিট খারিজ চীনা রাষ্ট্রদূতের সাথে বৈঠক মির্জা ফখরুলের এবার রেহানা ও তিন সন্তানের নামে মামলা ইসরাইল ও হামাসকে যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্ত খসড়া হস্তান্তর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থা চায় বেশির ভাগ ইসলামী দল জাতির কল্যাণে বিএনপি ও জামায়াত একসাথে কাজ করবে : ডা: তাহের সংবেদনশীল বিষয়ে ভুল : তিনটি বইয়ের ছাপা সাময়িক বন্ধ ফ্যাসিস্ট সরকারের শীর্ষ ব্যক্তিদের অডিও ভিডিও যাচাইয়ের নির্দেশ ভারতকে বাংলাদেশের একসাথে থাকার পরামর্শ উপেন্দ্র দ্বিবেদীর

সকল