ধামরাইয়ে মাদরাসার সাবেক শিক্ষার্থীদের পুণর্মিলনী
- ধামরাই ঢাকা সংবাদদাতা
- ২৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ঢাকার ধামরাই শরীফবাগ ইসলামিয়া কামিল মাদরাসার ৭৫ বছর পূর্তি উপলক্ষে সাবেক শিক্ষার্থীদের পুণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকার বুধবার মাদরাসা প্রাঙ্গণে এই পুণর্মিলনী অনুষ্ঠিত হয়।
প্রথম পর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ শহীদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক কাজী ফিরোজ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব আব্দুস সবুর, সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আতাউর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, ধামরাই উপজেলা সাবেক চেয়ারম্যান আলহাজ তমিজ উদ্দিন প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা