২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অতিথি পাখির অভয়াশ্রম টাঙ্গুয়ার হাওরে পাখি নেই

অতিথি পাখি শূন্য টাঙ্গুয়ার হাওর : নয়া দিগন্ত -


শীত এলেও অতিথি পাখির দেখা পাওয়া যায়নি পাখির অভয়াশ্রম খ্যাত টাঙ্গুয়ার হাওরে। অথচ এই সময়ে তুষারপাত ও শৈত্যপ্রবাহ থেকে নিজেদের রক্ষায় নভেম্বরের মাঝামাঝি সময়ে সুদূর সাইবেরিয়া, মঙ্গোলিয়া, চীন, নেপালসহ বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি আসত। পাখির কলকাকলিতে আশপাশের এলাকা উজ্জীবিত হয়ে উঠলেও এখনো এ হাওরটি অতিথি পাখিশূন্য। এখন হুমকির মুখে অতিথি পাখিদের জীবন। এ বিষয়টি উদ্বেগজনক বলে জানিয়েছেন হাওরবাসী।

টাঙ্গুয়ার হাওরটি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা (বেশির ভাগ অংশ) ও মধ্যনগর উপজেলায় (কিছু অংশ নিয়ে) অবস্থান। এ হাওরটি ইউনেস্কোর ঘোষিত বিশ্ব ঐতিহ্য, দ্বিতীয় রামসার সাইট হিসেবে স্বীকৃত। পাখি না আসার কারণ হিসেবে হাওর পাড়ের বাসিন্দারা অভিযোগ করে বলেন, পাখিদের জীবনের নিরাপত্তা, খাদ্য, বাসস্থানের অভাব, হাওরের প্রাকৃতিক সম্পদ লুটপাট, অপরিকল্পিত পর্যটন, পাখি শিকারিদের দৌরাত্ম্যের কারণেই পরিযায়ী পাখি আসা কমছে। এ ছাড়াও চলতি বছরে টাঙ্গুয়ার হাওরের পাখির অভয়াশ্রম লেছুয়ামারা বিল ও তেকুইন্যা বেরবেরিয়া বিলের আশাপাশ এক শ্রেণীর জেলেরা খাস কালেকশনের নামে দখল করে বিভিন্ন ফাঁদ পেতে মৎস্য ও অতিথি পাখি শিকার করছে। এতে গত কয়েক বছর ধরেই শিকারিদের শিকারে পরিণত হয়েছে অতিথি পাখি। এই পরিস্থিতে ভবিষ্যতেও টাঙ্গুয়ার হাওর থেকে একেবারেই মুখ ফিরিয়ে নেবে অতিথি পাখিরা।

জানা গেছে, টাঙ্গুয়ার হাওরে এক সময় প্রায় ২১৯ প্রজাতির পাখি আসত। এর মধ্যে ৯৮ প্রজাতি পরিযায়ী, ১২১ প্রজাতি দেশী ও ২২ প্রজাতির হাঁসজাত পাখি বিচরণ করত। আগত পাখির মধ্যে উল্লেখ্যযোগ্য হলো, বিরল প্রজাতির প্যালাসেস ফিসিং ঈগল, মৌলভীহাঁস, পিয়ারি, কাইম, রামকুড়া, বালিহাঁস, লেঞ্জা, চোখাচোখি, বেগুনি কালেম প্রভৃতি।
পরিবেশ আইনবিদ সমিতির জেলার সমন্বয়ক জসিম উদ্দিন বলেন, হাওর পাড়ের বাসিন্দাদের সচেতন করা ও তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি নজরদারি বাড়িয়ে মাছ ও পাখি শিকারিদের দমন করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম জানিয়েছেন, টাঙ্গুয়ার হাওরে কোনো অনিয়মকারীকে ছাড় দেয়া হবে না। পাখি শিকারকারীদের কঠোরভাবে দমন করা হবে।

 


আরো সংবাদ



premium cement
দেশে ইসলামী ব্যাংকিংয়ের রূপরেখা সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ ডলারের বিপরীতে রুপির পতন অব্যাহত চট্টগ্রাম বিমানবন্দরে চোরাচালানের স্বর্ণ উদ্ধারের ঘটনায় বিমান জব্ধ! নির্বাচনী অপরাধীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে সচিবালয়ে আগুনের ঘটনায় অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নিন্দা ভারতীয়দের গুলিতে বাংলাদেশী নিহত, পতাকা বৈঠকে বাংলাদেশের তীব্র প্রতিবাদ আফগানিস্তানে শুধু নারীদের জন্য ফটো স্টুডিও চালু আন্ত:ক্যাডার বৈষম্য নিরসনের আহবান বিসিএস কৃষি অ্যাসোসিয়েশন ‘শেখ হাসিনা পালিয়ে গেছে, খালেদা জিয়া কখনো পালায়নি’ ছাত্রদলের জবি কমিটি বাতিলের দাবি

সকল