শেখ হাসিনা ঘরে ঘরে চাকরির পরিবর্তে লাশ উপহার দিয়েছে : মুহাম্মদ শাহজাহান
- নোয়াখালী অফিস
- ২৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, ১০ টাকায় চাল ও ঘরে ঘরে চাকরির পরিবর্তে শেখ হাসিনা ঘরে ঘরে লাশ উপহার দিয়েছেন। দীর্ঘ ২১ বছর পর মাথায় পট্টি বেঁধে হাতে তসবিহ নিয়ে অতীত কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেয়ে তিনি তওবা করে ক্ষমতায় এসেছিলেন। এরপর তিনি আলেমদেরকে ডাণ্ডাবেড়ি পরিয়েছেন। মানুষের ওপর নির্যাতন চালিয়েছেন। তার মন্ত্রী এমপিরা আজ ব্যাংক থেকে কোটি কোটি টাকা লুট করে ব্যাংকগুলোকে অচল করে দিয়েছে। তিনি গতকাল বুধবার দুপুরে নোয়াখালী জিলাস্কুল মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অ্যাডভোকেট জহিরুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো: রেজওয়ানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় জামায়াতের মজলিসে শূরার সদস্য ইসহাক খন্দকার। আরো বক্তব্য রাখেন- শ্রমিক কল্যাণের কেন্দ্রীয় সহ-সম্পাদক ও চট্রগ্রাম মহানগরী সভাপতি এ এস এম লুৎফুর রহমান, কেন্দ্রীয় সহ-সম্পাদক ও ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালাম, জামায়াতের নোয়াখালী জেলা নায়েবে আমির নিজাম উদ্দিন ফারুক, সাইয়েদ আহাম্মেদ, জেলা সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন, শ্রমিক কল্যাণের জেলা সহসভাপতি মিজানুল হক মামুন প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা