আদালতের আদেশ অমান্য করে জমি দখল ও হামলা
- পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা
- ২৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০
লালমনিরহাটের পাটগ্রামে আদালতের আদেশ অমান্য করে জমি দখল, বসতবাড়িতে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় রাবেয়া আক্তার, আঁখি আকবর ও লাকী বেগমকে মারধর করে আহত করা হয়। আহত তিনজনই পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
গত মঙ্গলবার বিকেলে উপজেলার কচুয়ারপাড় এলাকার নিজবাড়িতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মরহুম আফতাব উদ্দিন ও মহিম উদ্দিনের ওয়ারিশগণের পক্ষে শফিকুল ইসলাম এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন জগতবেড় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক, আব্দুল জব্বারসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
শফিকুল ইসলাম বলেন, আমরা পাঁচ ভাই ও আমাদের চাচা মরহুম মহিম উদ্দিনের পরিবারের স্থাবর-অস্থাবর সম্পত্তি ওয়ারিশদের মধ্যে বণ্টনের উদ্যোগ নেয়া হয়েছে। এই জমি বহুদিন ধরে সামছুল আলম ও মুক্তা বেগমের লোকজন দখলের চেষ্টা করে আসছে। এ ঘটনায় গত ১৯ ডিসেম্বর লালমনিরহাট আদালতে মামলা কারা হয়েছে। সেই মামলায় আদালত কোনো রকম আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটানোর নির্দেশ প্রদান করেন। আদালতের সেই আদেশ অমান্য করে সামছুল আলম ও মুক্তা বেগমের ভাড়াটে সন্ত্রসীরা দুই দফায় হামলা করে বাড়িঘর ভাঙচুর করেছে এবং জমি দখল করে বিভিন্ন গাছের চারা রোপণ করেছে।
এ বিষয়ে অভিযুক্ত মুক্তা বেগম বলেন, আমার স্বামী সামছুল আলম তার মা বাবার উত্তরাধিকারী জমির অংশ পাবেন। কিন্তু ভাতিজারা সেই জমি দেয় না। ঘটনার দিন আমরা বাড়িতে ছিলাম না। এসব বানোয়াট।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা