বা
- ২৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০
পুলিশের ক্যাম্পেইন
মুন্সীগঞ্জ প্রতিনিধি
দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে হাঁসাড়া হাইওয়ে থানার উদ্যোগে গত সোমবার রাতভর সচেতনতামূলক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করেছে হাইওয়ে পুলিশ। গাজীপুর রিজিয়ন হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল ডিআইজি ডা: আ ক ম আখতারুজ্জামান বসুনিয়ার নেতৃত্বে মাইকিং করা এবং চালক ও যাত্রীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জাহিদুর রহমান, হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানীসহ একাধিক হাইওয়ে পুলিশ অফিস ও ফোর্স। ক্যাম্পেইন পুরো শীতকালজুড়ে অব্যাহত থাকবে।
যুবলীগ নেতা গ্রেফতার
নোয়াখালী অফিস
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা যুবলীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খলিলুর রহমান খলিলকে (৫৩) গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার সকাল ১১টায় আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলার ৬ নং আসামি খলিলুর রহমান। তার বিরুদ্ধে আরো মামলা আছে কি না তা খতিয়ে দেখা হবে বলে জানান সোনাইমুড়ী থানার ওসি মোহাম্মদ মোরশেদ আলম।
ভারতীয় নাগরিক আটক
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের স্বরুপপুর ইউনিয়নের পেপুলবাড়ীয়া সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছেন ৫৮ বিজিবির কুশুমপুর বিওপির সদস্যরা। আটককৃত ওই ভারতীয় উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার নেতাজিনগর গ্রামের পরেশ মণ্ডলের ছেলে ভবেন মণ্ডল (৪০)।
বিজিবি জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৬১/২০ আর এর ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পেপুলবাড়িয়া গ্রামের রুহুল আমিনের মেহগনি বাগান হতে তাকে আটক করে। তাকে অবৈধ্যভাবে বাংলাদেশে প্রবেশের অপরাধে পাসপোর্ট অধ্যদেশ ১৯৫২’র ৪ ধারায় মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপার্দ করা হয়।
আলোচনা সভা
বগুড়া অফিস
বগুড়ায় মাদরাসা শিক্ষার উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নবাববাড়িরস্থ টিএমএসএস মহিলা মার্কেট অডিটোরিয়ামে বগুড়া জেলার ফাজিল-কামিল মাদরাসার আয়োজনে এ আলোচনা সভা হয়।
মহাস্থান শাহ্ সুলতান বলখী (রহ:) ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহা: হাছানাত আলী। মাওলানা মো: আব্দুল বারী রশিদীর সঞ্চালনায় আরো বক্তব্য দেন প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান, অধ্যক্ষ প্রফেসর ড. আহমাদুল্লাহ, অধ্যক্ষ ড. আবু সালেহ মামুন প্রমুখ।
কুপিয়ে হত্যা
রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা
কাপ্তাইয়ে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম মোহাম্মদ ওবায়দুল্লাহ (৪৫)। গত সোমবার রাতে চন্দ্রঘোনা থানার রাইখালী বালুখালী এলাকায় এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার রাইখালী ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের বালুখালি এলাকার বাসিন্দা ওবায়দুল্লাহ সোমবার রাত দশটায় কারিগরপাড়া বাজার থেকে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উলামা সম্মেলন
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ওলামা বিভাগ পাগলা থানার আয়োজনে ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকালে পাগলা বাজার হলি চাইল্ড মডেল অ্যাকাডেমি প্রাঙ্গণে ওলামা-মাশায়েখদের নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পাগলা থানা ওলামা বিভাগের সভাপতি মাওলানা অধ্যক্ষ আবু তালেবের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আহসান হাবীব খোরশেদের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা ওলামা বিভাগের সদস্য ও ত্রিশাল উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল্লাহিল বাক্বী নোমান।
লাশ উদ্ধার
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠান দেখতে গিয়ে নিখোঁজ স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ। উদ্ধার হওয়া তাসলিমা আক্তার মাহি (১০) উপজেলার বাটাজোর দক্ষিণ পশ্চিম পাড়া গ্রামের সবুজ সরদারের মেয়ে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল। গত মঙ্গলবার সকালে একই গ্রামের হেলাল সরদারের স্ত্রী কাজল আক্তার তাদের বাড়ির পাশের পুকুরে লাশ ভাসতে দেখার পর স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা