দুঃশাসনের বিচার না হলে জুলাই শহীদদের সাথে বেঈমানি হবে : ডা: এ জেড এম জাহিদ হোসেন
- ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা
- ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:৩২
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশ থেকে কোনো স্বৈরাচার পালালে তার ফিরে আসার নজির নেই কোথাও। যারা পালিয়েছে, তাদের বিচার করতে হবে। আওয়ামী লীগের লুটপাট, হত্যা-গুম, নির্যাতনের বিচার হতে হবে।
২০১৪ সালের বিনা ভোটের নির্বাচন, ২০১৮ সালের রাতের ভোটের নির্বাচন ও ২০২৪ সালের ডামি নির্বাচনসহ দেশের উপজেলা, পৌর ও সিটি নির্বাচনের কারিগরদের বিচার এ দেশে হবেই। এদের বিচার না হলে জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সাথে বেঈমানি করা হবে। গত সোমবার বিকেলে ছাতক পাবলিক খেলার মাঠে (মন্টু বাবুর মাঠ) ছাতক উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সুনামগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গৌছ, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ সিদ্দিকী, বিএনপির কেন্দ্রীয় সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা