দোহারে শহিদ হত্যার ১ মাসেও রহস্য উদঘাটন হয়নি
- দোহার (ঢাকা) সংবাদদাতা
- ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:২৪
ঢাকার দোহার উপজেলার লটাখোলা এলাকায় শেখ শহিদ হত্যাকাণ্ডের ১ মাস অতিবাহিত হলেও এখনো হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। এ নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে দুশ্চিন্তা বাড়ছে। দোহার থানার পুলিশ বলছে হত্যাকাণ্ডের ঘটনা উদঘাটনে কাজ করছে পুলিশ।
জানা গেছে, গত ২৩ নভেম্বর উপজেলার লটাখোলা বাজারের একটি গ্যারেজ থেকে শহিদের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শহিদের বড় ভাই শেখ সোহবার বাদি হয়ে দোহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। শহিদের স্ত্রী তাসলিমা আক্তার জানান, আমার স্বামী চার বছর ধরে দিনের বেলা অটোরিকশা চালাত এবং রাতে রিকশার গ্যারেজে ঘুমাত। কিন্তু ওইদিন তাকে শ্বাসরুদ্ধ হত্যা করে আমার স্বামীর একটি ইজিবাইক ও অন্যদের আরো অন্য ৪টি ইজিবাইকের ব্যাটারি নিয়ে যায়। আমি আমার ২ সন্তানকে নিয়ে অতি অর্থকষ্টে জীবনযাপন করছি। আমার স্বামীকে যারা হত্যা করেছে তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাই।
দোহার থানার ওসি রেজাউল করিম জানায়, শহিদ হত্যাকাণ্ডে এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি। তবে আসামি শনাক্তের জন্য কাজ করছে পুলিশ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা