২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হুইল চেয়ারে ফ্লেক্সিলোডের ব্যবসা করেন রায়হান

হুইল চেয়ারে ফ্লেক্সিলোডের ব্যবসা করেন রায়হান -

হতদরিদ্র পরিবারের সন্তান রায়হানের (২৭) জন্ম থেকেই দু’টি হাত ও দুটি পা অচল। হুইল চেয়ার ই তার একমাত্র সঙ্গী, যে হুইল চেয়ারে তার চলাফেরা, সেই হুইল চেয়ারেই তার ব্যবসা।
বিকলাঙ্গ হাত পা নিয়ে দুয়ারে দুয়ারে ভিক্ষাবৃত্তি না করে স্বনির্ভর হতে চায় রায়হান। তাই জীবন যুদ্ধে ভ্রাম্যমাণ ফ্লাক্সিলোডের দোকান চালাচ্ছেন রায়হান মোড়ল। জীবন যুদ্ধে হার না মানা প্রতিবন্ধী যোদ্ধা রায়হান বিকলাঙ্গ দুটি হাত-পা নিয়েই ফ্লাক্সিলোডের ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছে। সে জানায়, তার আরো একটি জন্ম প্রতিবন্ধী ভাই অর্থের অভাবে বিনা চিকিৎসায় কয়েক বছর আগে মারা গেছে।
সংসারের বোঝা কাঁধে নিয়ে বেছে নিয়েছে ফ্লাক্সিলোডের ব্যবসাথ। রায়হান অশ্রু সজল চোখে বলেন, সংসারের অভাব অনটনের কারণে উন্নত চিকিৎসা নিতে পারি না। আরো জানায়, আমার বড় লোক হওয়ার স্বপ্ন না, এই ব্যবসা করে দু-বেলা দু’ মুঠো খাবার খেতে পারি ও দিনমজুর বৃদ্ধ বাবা-মাকে একটু সেবা করতে পারি, একটুই চাওয়া। সে কারো সহায়তায় বেঁচে থাকতে চায় না, অন্যের কাছে হাত পাততে সংকোচ লাগে তার। তবে, কেউ যদি চিকিৎসা বা হুইল চেয়ার দিতে হাত বাড়াতে চায়, সেটা সাদরে গ্রহণ করবে।
প্রতিবন্ধী রায়হানের বিকাশ মোবাইল নং ০১৪০৭৮৩৫৯৩৮।

 


আরো সংবাদ



premium cement