বরগুনায় মাদরাসা শিক্ষক পরিষদের বার্ষিক সম্মেলন
- বরগুনা প্রতিনিধি
- ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:২১
বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ বরগুনা জেলা শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বরগুনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ড. মাওলানা মুহাম্মদ শাহজাহান আল মাদানী।
বিশেষ অতিথি ছিলেন সংগঠনের বরগুনা জেলা শাখার প্রধান উপদেষ্টা ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মো: মহিব্বুল্লা হারুন, উপদেষ্টা মো: আবজালুর রহমান, আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক অধ্যাপক মো: আবদুর রব, দৈনিক দ্বীপাঞ্চল সম্পাদক মোশাররফ হোসেন, এবতেদায়ী শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি ড. আবদুস সবুর মাতুব্বর, বরগুনা আলীয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মামুনুর রশীদ, কেওড়াবুনিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা গোলাম ফারুক, বরগুনা সরকারি কলেজের সাবেক জিএস ও উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো: রেজবুল কবির। এ সম্মেলনে জেলার সহাস্রাধিক মাদরাসা শিক্ষক অংশ নেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা