রংপুর ও মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
- রংপুর ব্যুরো ও মুন্সীগঞ্জ প্রতিনিধি
- ২২ ডিসেম্বর ২০২৪, ০০:০০, আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪, ২৩:১৬
আওয়ামী লীগের নেতাকর্মীদের কমিটিতে অন্তর্ভুক্তি নিয়ে রংপুরের গঙ্গাচড়ায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার উপজেলার মর্নেয়া ইউনিয়নের খলিফার বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় তোলপাড় চলছে রংপুরে। বিষয়টি নিয়ে উভয় পক্ষই আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসনের পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে।
দলীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে গঙ্গাচড়া উপজেলার মর্নেয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মীর কাশেম মিঠু ও সদস্য সচিব আব্দুল মাবুদের নেতৃত্বে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করা হয়। এ কমিটিতে আওয়ামী লীগের নেতাকর্মী ও দোসরদের অন্তর্ভুক্ত করা হয়েছে- অভিযোগ তুলে তা বাতিলের জন্য গতকাল শনিবার সকালে খলিফার বাজারে মানববন্ধন করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তোজাম্মেল হক, সাবেক সাধারণ সম্পাদক নুর ইসলামসহ ও অঙ্গ সংগঠনের সাবেক নেতাকর্মীরা। এ সময় মানববন্ধনকারীরা আওয়ামী লীগের লোকদের বাদ দিয়ে শুধু বিএনপি নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠন করার দাবিতে বক্তব্য দেন। এরই মধ্যে মিঠু ও মাবুদ কমিটির লোকজন মানববন্ধনে হামলা চালিয়ে ব্যানার কেড়ে নেয়ার চেষ্টা করলে সংঘর্ষ বেধে যায়। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে সিনিয়র নেতাকর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
এ ব্যাপারে রংপুর জেলা বিএনপির সদস্যসচিব আনিছুর রহমান লাকু জানান, মর্নেয়া ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপির কমিটি গঠনে অনিয়ম নিয়ে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। এর মধ্যে এ-সংক্রান্ত মানববন্ধন নিয়ে যে ঘটনা ঘটেছে, সেটাও আমরা তদন্ত করছি। তদন্ত প্রতিবেদনের আলোকে আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।
এদিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপি সমর্থক দুই পক্ষের মধ্যে সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে সুইজারল্যান্ড বিএনপির সদস্য রহিম মোল্লা ও স্থানীয় বিএনপি কর্মী আওলাদ মোল্লার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মুহুর্মুহ ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। এতে গুলিবিদ্ধ জরিনা বেগম (৪০), দিদার মিয়া (৩৫) ও আমেনা বেগমকে (২২) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর গুলিবিদ্ধ অপু খাঁ (১৬) ও ইব্রাহিম খাঁ (১৪) ও আহত অন্যরা গোপনে অন্যত্র চিকিৎসা নিচ্ছেন।
গ্রামবাসী জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রহিম মোল্লা ও আওলাদ মোল্লার মধ্যে বিরোধ চলে ছিল। শনিবার ভোর ৬টার দিকে চরডুমুরিয়া গ্রামে হামলা করে আওলাদ মোল্লার লোকজন। এরপর রহিম মোল্লার লোকজন এগিয়ে এলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) সজিব দে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা