২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

তথ্য অধিকার আইনের লক্ষ্যই হলো দুর্নীতি কমানো : সচিব

-


তথ্য কমিশনের সচিব মো: আরিফ বলেছেন, তথ্য অধিকার নিয়ে মানুষের মধ্যে সচেতনতার ঘাটতি রয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিমূলক সুশান প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন বাস্তবায়ন জরুরি। এ আইনের লক্ষ্য হলো দেশের দুর্নীতি কমানো। শনিবার সকালে যশোরের চৌগাছা উপজেলার তথ্য অধিকার বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, সব ক্ষেত্রে সঠিক তথ্য সরকারের কাছে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, সঠিক তথ্য উপস্থাপনে নিরাপত্তা নিশ্চিত হলে দুর্নীতি কমে আসবে। বিভিন্ন দফতরের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, জনসচেতনতা বাড়ানো, দক্ষতা বৃদ্ধি, ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংরক্ষণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি তথ্য অধিকারসংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিতে যত্নবান হতে হবে। এজন্য তথ্য অবমুক্তকরণ নীতিমালা জরুরি। এ লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্লসভাবে কাজ করে যাচ্ছেন।

উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষ্মিতা সাহা। এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন, তথ্য কমিশনের উপ-পরিচালক (প্রশাসক) হেলাল আহমেদ, সহকারী প্রোগ্রামার তরিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ আহমেদ। স্বাগত বক্তৃব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, চৌগাছা সরকারি কলেজের অধ্যক্ষ রেজাউর রহমান, প্রেস ক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক এম এ রহিম, সাংবাদিক আজিজুর রহমান, আশরাফ ফাউন্ডেশনের পরিচালক রাসেল আশরাফ, অ্যাড. রাজু আহমেদ প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement
বঙ্গোপসাগরের সম্ভাবনা উন্মোচনে শান্তি ও রোহিঙ্গা প্রত্যাবাসন গুরুত্বপূর্ণ : পররাষ্ট্র উপদেষ্টা নাটোরে চুরির ঘটনাকে সাম্প্রদায়িক সহিংসতা বলে ভারতীয় মিডিয়ায় অপপ্রচার : প্রেস উইং আ’লীগকে কোনোভাবেই নির্বাচনে আসতে দেয়া হবে না : আখতার হোসেন সোনাগাজীতে ডাকাতদলের সর্দার গ্রেফতার আয়করের ভীতি : সঠিক তথ্য পেতে হিমশিম অর্থনৈতিক শুমারির মাঠকর্মীদের সাদুল্লাপুরে আ’লীগ নেতা গ্রেফতার হাসান আরিফের মৃত্যুতে উপদেষ্টা পরিষদের শোক পুলিশ ভেরিফিকেশনে কী দেখা হয়? এটি বাতিলের সুপারিশ কতটা বাস্তবসম্মত চুয়াডাঙ্গায় মোবাইল ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি সুনামগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তির ফল প্রকাশ বিএসএমএমইউর চিকিৎসকদের শাহবাগ অবরোধ

সকল