২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বাংলার দিগন্ত সংক্ষিপ্ত সংবাদ

-

আলোচনা সভা
গাংনী (মেহেরপুর) সংবাদদাতা
মেহেরপুরের গাংনীতে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) গাংনী উপজেলা শাখা আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার গাংনী বাজার সিঙ্গার শোরুমে উপজেলা আইবিডব্লিউএফের সভাপতি ফকির মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, আইবিডব্লিউএফের মেহেরপুর জেলা শাখার উপদেষ্টা ও জামায়াতের জেলা আমির মাওলানা তাজ উদ্দিন খান।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আইবিডব্লিউএফের সভাপতি খালিদ মো: সাইফুল ইসলাম, জেলা সেক্রেটারি মো: সাজ্জাদুল ইসলাম পলাশ।

আয়বর্ধক প্রশিক্ষণ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসন বিভিন্ন দফতরের সমন্বয়ে কর্মহীন বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে আয়বর্ধকমূলক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন- ঢাকা জেলার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কে এম আলী আযম, সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম, পূর্বাচল সার্কেলের সহকারী কমিশনার উবায়দুর রহমান শাহেল, মাধ্যমিক শিক্ষা অফিসার মো: ইসমাঈল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা কৃষি অফিসার আফরোজা সুলতানা প্রমুখ।
কর্মশালয় তিন শতাধিক কর্মহীন বেকার যুবক ও যুবতী অংশ নেন।

পিঠা উৎসব
লংগদু (রাঙ্গামাটি) সংবাদদাতা
রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনী মুখ মাদরাসা মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড়ের উদ্যোগে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার চিতই পিঠা, ভাপা পিঠা, কাটা পিঠা, বেণী পিঠা, কুসলি পিঠা, বকুল পিঠা, চন্দ্রহলি, সাগরিকা, ঝর্ণা, সাঝেরমায়া, গোপাল, ঝিনুক, পাটি সাপটা, বৌমুগ পাকানসহ বিভিন্ন রকমের পিঠার সমারোহ নিয়ে হয়ে গেল শীতকালীন পিঠা উৎসব।
সংগঠনের আহ্বায়ক হারুনর রশীদ বলেন, ঐতিহ্যের এই পিঠা উৎসব এখন বিলুপ্তির পথে। এখন আর গ্রামেগঞ্জে আগের মতো পিঠা তৈরি হয় না। বাচ্চারা এখন হাতের তৈরি পিঠার মজাই খুঁজে পায় না। ফলে ঐতিহ্যের পিঠা উৎসব আমাদের মনে বরাবরই দোলা দিয়ে যায়। তাই আমরা চাই পিঠার কারিগর এবং পিঠার বাহারি স্বাদ সবাই উপভোগ করুক।

বৃত্তি পরীক্ষা
সোনাগাজী (ফেনী) সংবাদদাতা
ফেনীর সোনাগাজীতে ঢাকাস্থ সোনাগাজী সমিতি ঢাকার ২০২৪ সেশনের বৃত্তি পরীক্ষা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সোনাগাজী ইসলামিয়া কামিল মাদরাসা ও বখতার মুন্সি মোয়াজ্জেম হোসেন উচ্চবিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় উপজেলার প্রায় ২ হাজার শিক্ষার্থী অংশ নেয়।
পরীক্ষা পরিদর্শন করেন সোনাগাজী সমিতি ঢাকার সভাপতি মেজবাহ উদ্দিন খান কিসলু, সহ-সভাপতি সাবেক সচিব মাহবুবুল হক মিল্লাত, সাধারণ সম্পাদক ও এলজিইডির প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার আমিনুর রশিদ চৌধুরী মাসুদ, উপদেষ্টামণ্ডলীর সদস্য রেজাউল বিল্লাহ শিমুল প্রমুখ।
শেষে আলোচনা সভায় বক্তব্য দেন সমবায় দলের সেক্রেটারি ড. নিজাম উদ্দিন ও অধ্যাপক কাওছার।

মতবিনিময় সভা
সুনামগঞ্জ প্রতিনিধি
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-তাহিপুর-জামালগঞ্জ-মধ্যনগর) আসনে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী জামালগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুক্তরাজ্য ‘আইনজীবী ফোরামের’ সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে বিএনপির নেতা আব্দুল ওহাবের সভাপতিত্বে ও বিএনপির নেতা মঞ্জুরুল হক আফিন্দীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম রব্বানী আফিন্দী, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ জাহান প্রমুখ।

অভিবাসন সংলাপ
ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারে নিরাপদ, সুশৃঙ্খল এবং মানবিক অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে জেলা অভিবাসন সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার স্থানীয় একটি হোটেলের সম্মেলন কক্ষে ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের আয়োজন এবং দ্য এশিয়া ফাউন্ডেশন ও ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের সহায়তায় জেলা অভিবাসন সমন্বয় কমিটি ডিএমসিসির কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।
ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পারভেজ সিদ্দিকীর সভাপতিত্বে এ সংলাপে বক্তব্য দেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক মো: মাসুদ রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইয়ামিন হোসেন ও বিএমইটির ডেপুটি ডিরেক্টর মো: আলী সিদ্দিকী।

 


আরো সংবাদ



premium cement