২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভালুকায় আইনজীবীর ওপর হামলার অভিযোগ

-

ময়মনসিংহের ভালুকায় আবুল কালাম আজাদ (৫০) নামে এক শিক্ষানবিশ আইনজীবী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা গত শুক্রবার দুপুরে উপজেলার হাতিবেড় গ্রামে তাকে দড়ি দিয়ে খুঁটির সাথে বেঁধে রাখে। পরে পুলিশ আসার খবর পেয়ে তাকে ছেড়ে দেয়া হয় বলে স্থানীয়রা জানান। বর্তমানে তিনি ভালুকা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছে ওই শিক্ষানবিশ আইনজীবীর স্ত্রী।

জানা যায়, হাতিবেড় গ্রামের হাকিম উদ্দিন আকন্দের ছেলে শিক্ষানবিশ আইনজীবী আবুল কালাম আজাদ শুক্রবার দুপুরে তার বৃদ্ধ বাবা-মাকে নিয়ে অটোরিকশায় ভাগ্নির বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন। কিছুটা যাওয়ার পর শাহাব উদ্দিন মার্কেটের সামনে পৌঁছালে একই এলাকার আব্দুর সবুর (৫৭), হাবিবুর রহমান হাবুল (৫৯), মো: রিপন (৩০) ও আহমেদ ইমতিয়াজ বুলবুলসহ (৪৮) অজ্ঞাত আরো ৪-৫ জন লোক তাদের পথ রোধ করে আবুল কালাম আজাদকে অটোরিকশা থেকে নামিয়ে এলোপাতাড়ি পিটিয়ে এবং ইট দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। একপর্যায়ে তাকে পার্শ্ববর্তী দোকোনের খুঁটির সাথে রশি দিয়ে বেঁধে রাখে। পরে পরিবারের লোকজন থানায় খবর দিলে পুলিশের ভয়ে আবুল কালাম আজাদকে ছেড়ে দেয় হামলাকারীরা।

শিক্ষানবিশ আইনজীবী আজাদ জানান, উল্লিখিত ব্যক্তিদের প্রতিপক্ষের পক্ষে একটি মামলা পরিচালনা করছেন তিনি। ইতোমধ্যে তাকে হত্যাসহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিলো তারা। তারা তার বৃদ্ধ বাবা-মাকেও মারধর করেছে। তিনি আরো জানান, বিয়ে বাড়িতে উপহার নিহেসে নিয়ে যাওয়া জন্য সাথে থাকা ২টি স্বর্ণের আংটি, ৬টি শাড়ি ও নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।
ভালুকা মডেল থানার ওসি শামছুল হুদা খান জানান, ওই ঘটনায় উভয় পক্ষ পৃথক দু’টি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
গুম হয়ে ভারতের কারাগারে যাওয়ার লোমহর্ষক বর্ণনা দিলেন সুখরঞ্জন বালি বিএসএফের বাধা উপেক্ষা করে মুহুরী নদীতে সেচপাম্প চালু আব্বা, আরজু ও আয়শারে দেইখা রাইখো ঢাকা সদরঘাটে অপহরণ ও চাঁদাবাজচক্র বেপরোয়া টোলপ্লাজায় বাসের ধাক্কায় এক পরিবারের ৪ জনসহ ঝরল ৬ প্রাণ তালিকাভুক্ত ১১ কোম্পানির কার্যক্রম তদন্তে বিএসইসি আ’লীগ যত আগুন দেবে ততই জনবিচ্ছিন্ন হবে : অধ্যাপক মুজিবুর রহমান বাজেটের আকার বড় দেখাতে প্রতারণার আশ্রয় নেন তাপস দাবি আদায় না হওয়া পর্যন্ত জাহাজী শ্রমিকরা কর্মবিরতিতে থাকবে নাশকতাকারীরা দেশপ্রেমিক হতে পারে না : ধর্ম উপদেষ্টা মরক্কোয় অভিবাসী নৌকাডুবিতে ৭০ জন নিখোঁজ

সকল