নাটোর মহাশ্মশানে ভবঘুরের হাত-পা বাঁধা লাশ
- নাটোর প্রতিনিধি
- ২২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
নাটোরের বড় হরিশপুর কাশিমপুর মহাশ্মশানের বারান্দা থেকে তরুণ কুমার দাস (৫৬) নামে এক ভবঘুরের হাত পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। তরুণ কুমার পৌর এলাকার আলাইপুর এলাকার কালীপদ দাসের ছেলে। তরুণ মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে নিশ্চিত করেছেন শ্মশান কমিটির সভাপতি সুবল চন্দ্র দাস।
সাধারণ সম্পাদক সত্য নারায়ণ টিপু বলেন, শনিবার সকালে শ্মশানের পাহারাদার দুলাল চন্দ্র প্রামাণিক শ্মশানে গিয়ে দেখতে পান ভোগ ঘরের বারান্দায় তরুণ দাসের লাশ পড়ে রয়েছে। ঘটনার সময় শ্মশানের ভাণ্ডার ঘর থেকে কাসার কিছু বাসনপত্র চুরি করা হয়েছে বলেও তিনি জানান। মৃত তরুণের ছেলে তপু কুমার দাস বলেন, তার বাবা দীর্ঘ দিন ধরে শ্মশানে থাকতেন। তিনি তার বাবার হত্যাকারীদের বিচার দাবি করেন। নাটোর সদর থানার ওসি মাহবুব রহমান বলেন, প্রাথমিকভাবে তরুণ কুমারকে হত্যা করা হয়েছে বলেই মনে হচ্ছে। ঘটনার রহস্য উৎঘাটনে তদন্ত শুরু করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা