দর্শনায় যুবদল নেতা মিল্টন দল থেকে বহিষ্কার
- চুয়াডাঙ্গা প্রতিনিধি
- ২২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে চুয়াডাঙ্গার দর্শনা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম মেহফুজ মিল্টনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত সেলিম দর্শনা পৌর এলাকার মোবারকপাড়ার আব্দুস সালাম মাস্টারের ছেলে। গত বৃহস্পতিবার জেলা যুবদলের সভাপতি শরিফুজ্জামান সিজার বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী চুয়াডাঙ্গা ক্যাম্পের একটি টহল দল অভিযান চালিয়ে দর্শনা এলাকা থেকে দর্শনা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিম মেহফুজ মিল্টন গ্রেফতার করে। পরে তার বাড়িতে তল্লাশি করে চাইনিজ কুড়াল, রামদা, চাপাতিসহ বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা