২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বাংলার দিগন্ত সংক্ষিপ্ত সংবাদ

-

বিএনপির কর্মশালা
মুন্সীগঞ্জ প্রতিনিধি
রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেযারম্যান তারেক রহমানের দেয়া ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণবিষয়ক কমিটির আয়োজনে বৃহস্পতিবার মুন্সীগঞ্জের মুক্তারপুরে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান রতনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।

পরিচ্ছন্নতা কর্মিনিবাস
জয়পুরহাট প্রতিনিধি
এলজিইডি নির্মিতব্য জয়পুরহাট পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের জন্য সাততলাবিশিষ্ট ৪৮টি ফ্ল্যাটের আধুনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু জাফর মো: রেজা, এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুর রহিম আকন্দ, সদর উপজেলা প্রকৌশলী সামিন শারার ফুয়াদ, সহকারী প্রকৌশলী তানজিম আহমেদ প্রমুখ।

ভ্যাকসিন প্রদান
বগুড়া অফিস
বগুড়ায় শীতকালীন রোগবালাই থেকে মুক্তির লক্ষ্যে গবাদি পশুকে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করেছে ‘বুরো বাংলাদেশ’। শহরের ভাটকান্দি এলাকায় দিনব্যাপী ওই কার্যক্রমে চার শতাধিক হাঁস-মুরগি, গরু ৮০টি এবং ১২০টি ছাগলকে ভ্যাকসিন দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্যুরো বাংলাদেশ বগুড়ার আঞ্চলিক ব্যবস্থাপক বাহাদুর আলম, বগুড়ার উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা প্রণব কুমার তালুকদার, সংস্থাটির কর্মসূচি সংগঠক ইউনুস আলী, মালতিনগর ব্যবস্থাপক কমল কান্তি চক্রবর্তী প্রমুখ।

স্কাউট সমাবেশ
ঠাকুরগাঁও প্রতিনিধি
ক্যাম্প ফায়ারের মাধ্যমে ঠাকুরগাঁওয়ে শেষ হলো সপ্তাহব্যাপী দ্বাদশ জাতীয় কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ। বুধবার রাতে ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান (পিটিআই) স্কুল মাঠে মহা তাবু জলসা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার মাধ্যমে এ ক্যাম্পুরি ও স্কাউট সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়। জলসায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, সদর উপজেলা স্কাউট কমিটির সভাপতি ও ইউএনও বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক লিটন প্রমুখ।

সমলয় কার্যক্রম
কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা
২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের সমলয় চাষাবাদের মাধ্যমে ব্লক প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। মৌলভীবাজার জেলা প্রশাসক ইসরাইল হোসেন বৃহস্পতিবার এ কার্যক্রম উদ্বোধন করেন। কুলাউড়া উপজেলার কাকিচার গ্রামে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের মৌলভীবাজারের উপপরিচালক সামছুদ্দিন আহমদ, অতিরিক্ত উপপরিচালক নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, ইউএনও মহি উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন প্রমুখ।

কম্বল বিতরণ
রাজবাড়ী প্রতিনিধি
বুধবার গভীর রাতে রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
জানা গেছে, রাত সাড়ে ১০টা থেকে গভীর রাত অব্দি রাজবাড়ী সদর উপজেলার বরাট খারঘুনা, লক্ষীকোল রাজারবাড়ী এলাকার বাগদী সম্প্রদায়, পশ্চিম উড়াকান্দায় দেওয়ানবাড়ী নদীভাঙনকবলিত হতদরিদ্র মানুষ এবং রাজবাড়ী রেলস্টেশনে ঘুমিয়ে থাকা ছিন্নমূল মানুষের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়।

পাউবোর কর্মশালা
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আহাম্মদনগর সেচ প্রকল্পে পানি ব্যবস্থাপনা দল গঠনের জন্য ফাউন্ডেশন কমিটি গঠনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউপি কার্যালয়ে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করে পাউবো ঠাকুরগাঁওয়ের উপপ্রধান সম্প্রসারণ কর্মকর্তার দফতর। কর্মশালায় উপস্থিত ছিলেন পাউবো রংপুরের মুখ্য সম্প্রসারণ কর্মকর্তা অমলেশ চন্দ্র রায়, উপ-সম্প্রসারণ কর্মকর্তা রফিউল বারি, কমিউনিটি ডেভেলপমেন্ট কনসালটেন্ট মতিউর রহমান।

 


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্য বিভ্রান্তিকর : প্রধান উপদেষ্টার প্রেস উইং কত টাকা বেতন পান সুনীতা উইলিয়ামস? জার্মানির ক্রিসমাস বাজারে গাড়ির তাণ্ডবে নিহত ২, আহত ৬৮ গাজায় কী করবেন ট্রাম্প? সিরিয়ার নতুন নেতার গ্রেফতারে কোটি ডলার পুরস্কার প্রত্যাহার যুক্তরাষ্ট্রের ইউনূসসহ ২০ জন উপদেষ্টার উপর ট্রাম্পের নিষেধাজ্ঞা আরোপের খবর ভুয়া এটিজেএফবি’র সভাপতি তানজিম, সাধারণ সম্পাদক বাতেন নির্বাচন ইস্যুতে সরকারকে চাপে রাখতে চায় বিএনপি আল আজহার শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের চ্যালেঞ্জ গ্রহণের আহ্বান প্রফেসর ইউনূসের উপদেষ্টা হাসান আরিফ আর নেই হাসিনাকে উৎখাত করে ইকোনমিস্টের বর্ষসেরা বাংলাদেশ

সকল