১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এমপি প্রার্থী হয়েও নিজের ভোট দিতে পারিনি : ফরিদুজ্জামান ফরহাদ

-

ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, দুঃখের বিষয় ফ্যাসিস্ট, লুটেরা ও ভোটচোর শেখ হাসিনা সরকার মানুষকে ভোট দিতে দেয়নি। এমনকি আমার ভোটটিও আমি দিতে পারিনি। আল্লাহর রহমতে তাকেসহ (শেখ হাসিনা) সপরিবারকে এবং সব এমপিকে বাংলাদেশের মানুষ এ দেশ থেকে বিতাড়িত করেছে। তারা ভারতে আশ্রয় নিয়েছে। শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে আর ফিরে আসতে পারবে না।
গত শনিবার সন্ধ্যায় নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ক্লাব মাঠে নলদী ক্লাবের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ১৬ দলীয় হা-ডু-ডু খেলার সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জেলা বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক রিয়াজুল ইসলাম টিংকুর সঞ্চালনায় ও নলদী ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আসাদুজ্জামান জামান।


আরো সংবাদ



premium cement