রাজশাহীতে আ’লীগের নেতাকর্মীসহ গ্রেফতার ১৫
- রাজশাহী ব্যুরো
- ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:০৫
রাজশাহীতে জুলাই বিপ্লবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধের অভিযোগে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীসহ ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ছয়জন, মাদক মামলায় একজন, অন্যান্য অপরাধে চারজন এবং ওয়ারেন্টভুক্ত চারজনকে গ্রেফতার করা হয়।
নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতারকৃতরা হলেন- মো: মিলন, মো: সোহেল রানা, পারভেজ হোসেন, মো: শান্ত, মাহাবুব হোসেন মাসুদ ও সেকেন্দার আলী বাবু।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানায় পুলিশ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা