দোহারে ১৫ দিনে কুকুরের কামড়ে আক্রান্ত ১০৫ জন
- দোহার (ঢাকা) সংবাদদাতা
- ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:০৫
ঢাকার দোহার উপজেলায় গত ১৫ দিনে পাগলা কুকুরের কামড়ে অন্তত ১০৫ জন আক্রান্ত হয়েছে। সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ না থাকায় রোগীদের নানা দুর্ভোগে পড়তে হচ্ছে। অন্যদিকে কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায় আতঙ্কে রয়েছেন উপজেলার বাসিন্দারা।
হাসপাতাল সূত্র জানায়, বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে আক্রান্ত ১০৫ জন রোগীর মধ্যে দুই জনের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের ভ্যাকসিন নেয়ার পরামর্শ দেয়া হয়। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন সরবরাহ না থাকায় রোগীদেরকে বিভিন্ন স্থানে ছুটোছুটি করতে হচ্ছে। গরিব রোগীরা টাকার অভাবে ভ্যাকসিন না কিনে ঝাড়ফুঁক করাচ্ছেন। এতে স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাচ্ছে তাদের।
দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রবিউল ইসলাম জানান, হাসপাতালে কুকুরের ভ্যাকসিন আপাতত নেই। আমরা ভ্যাকসিনের জন্য ঊর্ধŸতন কর্তৃপক্ষকে অবগত করেছি। আশাকরি, খুব শিগগিরই ভ্যাকসিন পেয়ে যাবো আমরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা