সন্দ্বীপকে উপকূলীয় নদীবন্দর ঘোষণা করে গেজেট প্রকাশ
- চট্টগ্রাম ব্যুরো
- ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
চট্টগ্রামের সন্দ্বীপকে নদীবন্দর ঘোষণা করা হয়েছে। এ ঘোষণার মধ্য দিয়ে বন্দরটি হবে দেশের ৫৩তম নদীবন্দর। এ ছাড়া এটি হচ্ছে দেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর। চট্টগ্রামের সন্দ্বীপ উপকূলীয় নদীবন্দরের সীমানা নির্ধারণ করে গত বুধবার সরকারি গেজেট আকারে প্রকাশিত হয়। পৃথক আরেকটি গেজেটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) সন্দ্বীপ উপকূলীয় নদীবন্দরের সংরক্ষক হিসেবে নিযুক্ত করেছে সরকার। সন্দ্বীপকে নদীবন্দর ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপনে নদীবন্দরের চারদিকের সীমানার অক্ষাংশ-দ্রাঘিমাংশ উল্লেখ করা হয়। সন্দ্বীপ দ্বীপের চারপাশের তীরের সাধারণ ভরাট কালের সময় সর্বোচ্চ পানি সমতল থেকে ভূ-ভাগের দিকে ৫০ মিটার পর্যন্ত এর সীমানা বিস্তৃত। সন্দ্বীপ উপকূলীয় এলাকার ওই সীমানার মধ্যে খালগুলো নদীবন্দরের সীমানার আওতাভুক্ত হবে।
সন্দ্বীপকে নদীবন্দর ঘোষণা করার ফলে দেশের নৌপথের গুরুত্ব আরো বৃদ্ধি পেল, এবং নদী পরিবহন ব্যবস্থার উন্নতি সাধনে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এদিকে সন্দ্বীপকে উপকূলীয় নদীবন্দর ঘোষণা করায় এই দ্বীপ উপজেলার বাসিন্দাদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা