১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সংক্ষিপ্ত সংবাদ

-

পালস অক্সিমিটার প্রদান
বগুড়া অফিস
রোটারি ক্লাব অব বগুড়ার উদ্যোগে ডিজিজ প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট মাস উপলক্ষে রোটারি ক্লাব অব বগুড়ার উদ্যোগে গত বুধবার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিককার আলমের হাতে বেক্সটার ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে বিনামূল্যে পালস অক্সিমিটার প্রদান করা হয়। এ ছাড়া কিডনি ডায়ালাইসিস কল্যাণ তহবিলে রোটারিয়ান মনজুর কাদের ২৫ হাজার টাকা অনুদান প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট সাইরুল ইসলাম।

হানাদারমুক্ত দিবস
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে পালিত হয়েছে হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে হানাদারমুক্ত হয়েছিল পদ্মা-মেঘনা-ইছামতি-ধলেশ্বরী বিধৌত মুন্সীগঞ্জ জেলা। দিবসটি উপলক্ষে শহরের কাচারীর মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। এ ছাড়াও প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, মুক্তিযোদ্ধা দলের আয়োজনে র‌্যালিসহ নানা আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের কথা স্মরণ করছে জেলাবাসী। সকালে জলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: মহিউদ্দিন আহমেদ, ছাত্র, শিক্ষকসহ জেলা দফতর প্রধানরা ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ফুল দিয়ে স্মরণ করেন।

বাবরের মুক্তি দাবি
নেত্রকোনা প্রতিনিধি
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরের দ্রুত মুক্তির দাবিতে নেত্রকোণায় দলীয় নেতাকর্মীরা মিছিল এবং সমাবেশ করেছে। গত বুধবার জেলার ১০ উপজেলা থেকে ব্যানার, ফেস্টুনসহ শত শত লোকজন নেত্রকোনা শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হতে থাকেন। বিশেষ করে বাবরের নির্বাচনী এলাকা মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুরি থেকে অগণিত নেতাকর্মী ও সমর্থক মিছিল নিয়ে আসায় নেত্রকোনা মিছিলের নগরীতে পরিণত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ডা: আনোয়ারুল হক।

সচেতনতামূলক প্রশিক্ষণ
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
‘বাল্য বিয়েকে না বলি সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি, করলে সঞ্চয় ২০০ টাকা, সরকার দেবে ৪০০ টাকা’ এই স্লোগানে উপজেলার পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ১০০ জন কিশোরীকে সচেতনতামূলক প্রশিক্ষণ দেয়া হয়েছে। গত বুধবার দুপুরে পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আয়োজনে উপজেলার কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ প্রশিক্ষণ দেয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কাউখালী থানার ওসি মো: সোলায়মান।

তথ্য ও প্রযুক্তি মেলা
কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর মহিপুর কেঁচো সার উৎপাদন, ব্যবহার ও বাজারজাত করনের লক্ষ্যে তথ্য ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। মহিপুর সাগর সিনেমা হলসংলগ্ন মাঠে গত বুধবার কারিতাস বাংলাদেশ ধরিত্রী প্রকল্পের বাস্তবায়নে এ তথ্য ও প্রযুক্তি মেলার আয়োজন করা হয়। মেলায় ১০টি স্টলে কেঁচো সার ব্যবহারের মাধ্যমে ওই এলাকার কৃষকদের উৎপাদিত কৃষি পণ্য প্রদর্শন করা হয়। পরে এ উপলক্ষে এক আলোচনা সভা করা হয়। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)’র সহকারী পরিচালক আছাদ উজ্জামান খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মশিউর রহমান।

পুরস্কার বিতরণ
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার আয়োজনে জন্ম নিবন্ধনকৃত ৪৫ দিনের শিশুদের বিশেষ পুরষ্কার বিতরণ করা হয়েছে। গত বুধবার সান্তাহার পৌরসভা চত্বরে এই পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সান্তাহার পৌরসভার প্রশাসক রুমানা আফরোজের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের বগুড়া জেলার উপ-পরিচালক মাসুম আলী বেগ।

ফুলেল শুভেচ্ছা
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির নেতাদের বুধবার বিকেলে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চৌদ্দগ্রাম উপজেলা শাখা। শুভেচ্ছা গ্রহণ করেন নবনির্বাচিত সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, এমদাদ উল্যাহ, হাসান মুহা: জহির, মনোয়ার হোসেন ও এম এ আলম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাহী সভাপতি এরশাদ উল্লাহ, সাধারণ সম্পাদক কাজী কবির হোসেন, নুরুল ইসলাম মজুমদার, ওয়াহিদুজ্জামান সবুজ, সাইফুল আলম, কাজী জহিরুল ইসলাম, মোশারফ হোসেন প্রমুখ।

পরিচ্ছন্নতা অভিযান
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঐতিহ্যবাহী ভবেরচর বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় বাজারের জায়গা দখল করে স্থাপনা নির্মাণকারীদের সরে যাওয়ার জন্য নির্দেশনা দেয়া হয়। বুধবার সকালে কার্যক্রমের অংশ হিসেবে প্রথমে বাজারের ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়। অভিযানে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো: মামুন শরীফ, সাদত আলী প্রমুখ উপস্থিত ছিলেন। রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল