২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

খসে পড়ছে ছাদের পলেস্তারা ঝুঁকি নিয়ে পাঠদান

চকরিয়ার বদরখালী কলোনীজেশন উচ্চবিদ্যালয়
বদরখালী কলোনীজেশন উচ্চবিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবন : নয়া দিগন্ত -

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয় ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কার না করায় পুরাতন এ ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ছে। এরই মধ্যে পলেস্তারা খসে পড়ে রডে মরিচা ধরেছে। ফলে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে ক্লাস করছে শিক্ষার্থীরা ।
সরেজমিন দেখা যায়, এশিয়ায় বৃহত্তর বদরখালী উপনিবেশিক কৃষি সমবায় সমিতির আওতায় বিশাল জায়গা নিয়ে গড়ে উঠেছে উচ্চ বিদ্যালয়টি। শিক্ষার্থীদের জন্য রয়েছে বিরাট খেলার মাঠ ও আবাসিক হোস্টেল। প্রাকৃতিক দূর্যোগের সময় এ বিদ্যালয়ে উপকূলবাসী আশ্রয় নেয়। বর্তমানে বিদ্যালয় ভবনটির ছাদের ও দেয়ালের বিভিন্ন অংশের প্লাস্টার পলেস্তারা খসে পড়ছে । ছাদের রডগুলো মরিচাধরে দিন দিন দুর্বল হয়ে পড়ছে। একই সাথে দেয়ালের পলেস্তারা উঠে ইট দেখা যাচ্ছে। এতে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। তবে বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য ঝুঁকিপূর্ণ এ ভবনেই পাঠদান চালানো হচ্ছে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানায় । জনগুরুত্বপূর্ণ ও এলাকার শিক্ষা প্রসার ঘটাতে জরুরি ভিত্তিতে নতুন ভবনের বরাদ্দ প্রদানসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য যাতায়াত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকবাসী ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল কাদের নয়া দিগন্তকে জানান, ১৯৪৮ সালে এ বিদ্যালয়টি স্থাপিত হয়। সেই দীর্ঘ সময় ধরে বিদ্যালয়টির শিক্ষকরা সুনামের সাথে শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন। এ বিদ্যালয়ে দিনদিন শিক্ষার্থী বৃদ্ধি পাওয়ায় শ্রেণীকক্ষ সঙ্কট দেখা দিয়েছে। বর্তমানে এ বিদ্যালয়ে ১১০০ ছাত্র-ছাত্রী রয়েছে।
তিনি আরো জানান, পুরানো ভবনের পাশে ১৯৯৭ সালে শিক্ষার্থীদের পাঠদানের সুবিধার্থে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদের অর্থায়নে বিদ্যালয়ের বর্ধিত ভবন নির্মাণের জন্য পাইলিং কাজ শেষ করা হয়েছিল। তবে রাজনৈতিক পট-পরিবর্তনের ফলে তা দীর্ঘ সময় ধরে পড়ে থাকে। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থী বৃদ্ধি পাওয়ায় এর ওপর অস্থায়ীভাবে গৃহনির্মাণ করে শ্রেণীকক্ষ সম্প্রসারণ করে কোনোরকমে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ দিকে পুরাতন ভবনটি ইতোমধ্যে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে লিখিতভাবে জানিয়ে নতুন ভবনের জন্য আবেদন করা হয়েছে।


আরো সংবাদ



premium cement